প্রবাস মেলা ডেস্ক: ১৮ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় প্রবাস অফিসে অতিথি ছিলেন বিশিষ্ট ব্যাংকার মো: নাজমুস সালেহীন। এ সময় অন্যান্যের মধ্যে অভিনেত্রী ও মডেল শর্মী ইসলাম এবং সংস্কৃতিকর্মী সপ্তর্শী তাবাস্সুমও উপস্থিত ছিলেন।
কুষ্টিয়া জেলা কৃতি সন্তান নাজমুস সালেহীন বর্তমানে স্ট্যান্ডার্ড ব্যাংকের স্বতন্ত্র পরিচালক হিসেবে কর্মরত আছেন। এর আগে তিনি ব্যাংকটির ব্যাবস্থাপনা পরিচালক হিসেবেও দক্ষতার সাথে কাজ করেছেন।

অতিথিরা প্রবাস মেলা’র কলাকুশীলদের সাথে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন এবং পত্রিকার সাফল্য কামনায় সাথে থাকার আশাবাদ ব্যক্ত করেন।
পরে পত্রিকার সম্পাদক শরীফ মুহম্মদ রাশেদ অতিথিদের সাথে ফটোসেশনে অংশ নেন।