প্রবাস মেলা ডেস্ক: ৪ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে প্রবাস মেলা অফিসে অতিথি ছিলেন দর্শকপ্রিয় টিভি অভিনেত্রী লিজা খানম।
বিটিভির ধারাবাহিক নাটক ‘মাটির মায়া’ দিয়ে অভিনয় শুরু করা লিজা খানম একেএকে আরটিভির ভায়রা ভাই, শোনেনা সে শোনেনা, পিএইচডি সালমান, স্বপ্ন সোঁনারগাও, তামাদি, আমাদের গল্প বাক্স সহ অসংখ্য নাটকে কাজ করেছেন। এছাড়া বিভিন্ন বিজ্ঞাপনেও লিজা খানমের উপস্থিতি দর্শকদের নজর কেড়েছে।
প্রবাস মেলায় তিনি বলেন, ছোটবেলায় গানের শিল্পী হওয়ার স্বপ্ন থাকলেও হয়ে গেলাম অভিনয়শিল্পী। ধারাবাহিক নাটক ‘মাটির মায়া’ দিয়ে অভিনয় শুরু করে এখন পর্যন্ত অভিনয়ের সাথেই আছি। অভিনয়ই আমার ভালোলাগা ও ভালোবাসার জায়গা। ভবিষ্যতেও অভিনয় নিয়েই থাকতে চাই। এক প্রশ্নের জবাবে গুণী এই অভিনেত্রী জানান, কাজ করে দর্শকদের প্রশংসা পেলে ভালো লাগে, সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাই।
এসময় অন্যান্যের মধ্যে টিভি অভিনেত্রী ও মডেল সুলতানা চৌধুরীও উপস্থিত ছিলেন। শেষে তারা প্রবাস মেলা’র কলাকুশীলদের সাথে ফটোসেশনে অংশ নেন।