প্রবাস মেলা ডেস্ক: সম্প্রতি প্রবাস মেলা অফিসে অতিথি ছিলেন অভিনেত্রী সারা জেরিন। প্রবাস মেলা’র কলা-কুশীলবদের সাথে আড্ডা, চা-চক্র এর ফাঁকে ফাঁকে তিনি বলছিলেন তার অভিনয় জীবনের কথা। আড্ডার এক ফাঁকে তার হাতে প্রবাস মেলা’র সৌজন্য কপি তুলে দেন পত্রিকার অনলাইন রিপোর্টার আশরাফুল আলম মাসুদ।
উল্লেখ্য, গুণী এই অভিনেত্রী জাকির হোসেন রাজু পরিচালিত ‘জ্বী হুজুর’ সিনেমা দিয়ে অভিনয় জগতে পা রাখেন। এরপর শাহীন সুমন পরিচালিত ‘অন্য রকম ভালোবাসা’, রাজু চৌধুরি পারিচালিত ‘রোমিও ২০১৩’, এ.জে. রানা পরিচালিত ‘তোমার জন্য মন কাঁদে’ চলচ্চিত্রে কাজ করেন। মুক্তির অপেক্ষায় আছে ‘হিটার’ ‘নিশ্চুপ ভালোবাসা’ নামের ২টি সিনেমা।
এছাড়াও তিনি বেশ কিছু দর্শকপ্রিয় টিভি নাটকেও অভিনয় করেছেন। সেগুলোর মধ্যে আড়াল, ঘাপলা, সরি, আজহার গাজী উল্লেখযোগ্য।
দীর্ঘ বিরতি পর আবারও অভিনয়ে ফিরছেন বলেও জানান সারা জেরিন। বেশ কয়েকটি নতুন কাজের মাধ্যমে আবারও অভিনয়ে নিয়মিত হচ্ছেন গুণী এই অভিনেত্রী।