প্রবাস মেলা ডেস্ক: সম্প্রতি প্রবাস মেলা অফিসে ভিজিটে এসেছিলেন হিমাদ্রি বড়ুয়া। তিনি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বিএফডিসি’র ‘চীফ অব ফ্লোর এন্ড সেট’ পদে কর্তরত আছেন। প্রবাস মেলা’র কলাকুশলীদের সঙ্গে চা-চক্র, আড্ডায় অংশগ্রহণ করেন তিনি। এক পর্যায়ে হিমাদ্রি বড়ুয়া’র হাতে প্রবাস মেলার সৌজন্য কপি তুলে দেন পত্রিকার অনলাইন রিপোর্টার আশরাফুল আলম মাসুদ।
চট্টগ্রাম জেলার পটিয়া থানাস্থ কর্ত্তালা গ্রামে ১৫ নভেম্বর ১৯৭৫ সালে হিমাদ্রি বড়ুয়া জন্মগ্রহণ করেন। তার পিতার নাম অহীন্দ্র নাথ বড়ুয়া, মাতার নাম পারুল বড়ুয়া। হিমাদ্রি বড়ুয়া ছোট বেলা থেকেই সৌখিন এবং সৃজনশীল কাজে বেশ আগ্রহী।
উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে চারুকলা (নাট্যকলা) বিভাগে বি এফ এ (অনার্স) এবং এম এফ এ পাস করেন হিমাদ্রি বড়ুয়া। ২০০৪ সালে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন এ যোগদান করার পর বর্তমানে ‘চীফ অব ফ্লোর এন্ড সেট’ পদে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন এ কর্মরত আছেন। ‘রোহিঙ্গা’ চলচ্চিত্রের মাধ্যমে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২২ শ্রেষ্ঠ শিল্পনির্দেশকের পুরস্কার লাভ করেন তিনি। ইতোমধ্যে ‘চাদর’ ও ‘নুলিয়া ছড়ির সোনার পাহাড়’ চলচ্চিত্রে শিল্পনির্দেশনা কাজ সম্পন্ন করা হয়েছে বলে জানান হিমাদ্রি। এছাড়াও ‘মুজিব-একটি জাতির রূপকার’ চলচ্চিত্রে বাংলাদেশের সুটিং চলাকালীন সময়ে সেট নির্মাণে প্রচন্ড সহযোগিতাও করেছেন তিনি।