প্রবাস মেলা ডেস্ক: ৯ জুলাই মঙ্গলবার বিকেলে প্রবাস মেলা অফিসে অতিথি ছিলেন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় টেবিল টেনিস খোলোয়ার জোবেরা রহমান লিনু। এসময় তিনি তার ক্যারিয়ারের নানা অর্জন এবং টেবিল টেনিস সহ ক্রিড়া ক্ষেত্রে তার দর্শন প্রভৃতি বিষয়ে কথা বলেন।
জোবেরা রহমান লিনু প্রথম বাংলাদেশি হিসেবে ১৯৭৭ থেকে ২০০১ সাল পর্যন্ত ১৬ বার জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়ন হওয়ায় গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে তাঁর নাম লিখিয়েছেন।
বাংলাদেশের অন্যতম সেরা ক্রীড়াবিদ জোবেরা রহমান লিনু বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন কমিটিতে কিছুদিন কাজ করলেও নানা কারণে সেখান থেকে চলে এসে বর্তমানের তার অধিকাংশ সময় কাটে লেখালেখিতে। ইতিমধ্যে তার লেখা ৫টি নাটক বিভিন্ন চ্যানেলে অনএয়ার হয়েছে।
তাছাড়া সময় পেলেই লিনু দেশের বাইরে ঘুরতে চলে যান। প্রবাস মেলা অফিসে তিনি বিদেশ ভ্রমণের নানা অভিজ্ঞতাও শেয়ার করেন। জানালেন ইউরোপ- মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশের প্রবাসী বাংলাদেশিদের নিজ চোখে দেশপ্রেমের গল্প।
তিনি প্রবাসী বাংলাদেশিদের নিয়ে প্রবাস মেলা’র কাজের প্রশংসা করেন এবং পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
পরে প্রবাস মেলা পত্রিকার কলাকুশীলদের সাথে প্রখ্যাত এই ক্রিড়াবিদ ফটোসেশনে অংশ নেন।