প্রবাস মেলা ডেস্ক: পবিত্র মাহে রমজান উপলক্ষে ১৫ মে ২০১৯ বুধবার পাক্ষিক প্রবাস মেলা’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পত্রিকার কলাকুশলী, প্রবাসী, সাংবাদিক, শিল্পী এবং শুভাকাংখীদের উপস্থিতিতে হাতিরপুলস্থ নাহার প্লাজায় পত্রিকার কার্যালয়ে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

পত্রিকার সম্মানিত নির্বাহী সম্পাদক শহীদ রাজুর ব্যবস্থাপনায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের সংবাদ পাঠিকা রেহানা পারভীন, আমেরিকা প্রবাসী, বিশিষ্ট শিক্ষানুরাগী মোশাররফ হোসেন খান চৌধুরী, আহসান নবাব, কবি ও টিভি অভিনেত্রী শিখা কর্মকার, রবিউল আলম বাবুল, কুদরত উল্লাহ, শরীফ অপু আশরাফ, দৈনিক মানবজমিন এর সিনিয়র সাংবাদিক কাফি কামাল, সাংবাদিক সাইফুল শুভ, আসিফ শওকত কল্লোল, দৈনিক জনকন্ঠ এর স্টাফ রিপোর্টার এম শাহজাহান , মাহফুজুর রহমান সমুদ্র, জিল্লুর রহমান, শরীফ মো: ওমর খালেদ (সবুজ), সারঝিন তামান্না, সালমান বাবু, কামাল মিনা প্রমুখ উপস্থিত ছিলেন।

ইফতারের পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় পত্রিকার সম্মানিত উপদেষ্টা, টেলিভিশন উপস্থাপক ও আবৃত্তিকার মামুন ইমতিয়াজ এবং পত্রিকার সম্পাদক শরীফ মুহম্মদ রাশেদ ইফতারে উপস্থিত হওয়ায় অতিথিদের ধন্যবাদ জানান।

ইফতার ও দোয়া মাহফিলে প্রবাস মেলা’র ঢাকায় কর্মরত সকল স্টাফরা উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া মোনাজাত করা হয়। আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।