প্রবাস মেলা ডেস্ক: যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া কমনওয়েলথ ইউনিভার্সিটি ও ভার্জিনিয়া স্ট্যাট ইউনিভার্সিটির সাবেক শিক্ষক, বর্তমানে ইসিপিআই (ECPI) ইউনিভার্সিটির গণিত, পরিসংখ্যান এবং কম্পিউটার সাইন্স এর শিক্ষক লুত্ফা হাসীন রোজী। ১১ আগস্ট শনিবার তিনি প্রবাস মেলা কার্যালয়ে অাসেন।
বীর মুক্তিযোদ্ধা লুত্ফা হাসীন রোজী প্রায় তিন দশকের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। শিক্ষকতার পাশাপাশি তিনি সামাজিক, সাংস্কৃতিক এবং গবেষণামূলক কাজে সক্রিয় রয়েছেন। বেশ কয়েকটি অরগাইনাইজেশনের সাথে যুক্ত থেকে বাংলাদেশে একমুখী শিক্ষা ব্যবস্থা চালু করার জন্য কাজ করে যাচ্ছেন।
পরে গুণী এই কৃতি প্রবাসীর হাতে পত্রিকার কলাকুশীলরা প্রবাস মেলা’র সৌজন্য কপি তুলে দেন। এসময় অন্যান্যের মধ্যে টিভি অভিনেত্রী ও মডেল সুলতানা চৌধুরীও উপস্থিত ছিলেন।