প্রবাস মেলা ডেস্ক: প্রবাস মেলায় আজকের (১১ নভেম্বর) অতিথি সৌদিআরবের মক্কা প্রবাসী সাংবাদিক কামাল পারভেজ অভি।
চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার কৃতি সন্তান কামাল পারভেজ অভি একজন রেমিটেন্স যোদ্ধা। তিনি দীর্ঘদিন যাবৎ সৌদিআরবের মক্কায় পেশাগত কাজের পাশাপাশি একজন মিডিয়াকর্মী হিসেবে প্রবাসী বাংলাদেশিদের নানা সমস্যা সম্ভাবনার কথা তুলে ধরছেন।
তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি, চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক পূর্বকোন ও পাক্ষিক প্রবাস মেলা’র মক্কা প্রতিনিধি হিসেবে কাজ করছেন। দেশে থাকাকালীন তিনি দীর্ঘদিন দৈনিক ইনকিলাব পত্রিকার ফটিকছড়ি প্রতিনিধি ও চট্টগ্রাম ব্যুরো হিসেবে দক্ষতার সাথে কাজ করেছেন। প্রবাস মেলা কলাকুশীলদের সাথে আলাপচারিতায় তিনি সাংবাদিকতা জীবনের অভিজ্ঞতা শেয়ার করেন।
এসময় অন্যান্যের মধ্যে ফটিকছড়ির বিশিষ্ট ব্যবসায়ী আলাউদ্দিনও উপস্থিত ছিলেন।
পরে কৃতি এই প্রবাসীর হাতে পত্রিকার সৌজন্য কপি তুলে দেওয়া হয়।