প্রবাস মেলা ডেস্ক: সম্প্রতি যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া প্রবাসী রফিকুল ইসলাম প্রবাস মেলা কার্যালয় পরিদর্শন করেন। প্রগতিশীল সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম বাংলাদেশের মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
বর্তমানে ভার্জিনিয়ার রিসমন্ড প্রবাসী রফিকুল ইসলাম বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সাথে সক্রিয়ভাবে জড়িত আছেন। তার মধ্যে তিনি বিশ্বব্যাপি প্রবাসী বাংলাদেশিদের অধিকার আদায়ে প্রতিষ্ঠিত ‘কানেক্ট বাংলাদেশে’র কেন্দ্রীয় সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রবাস মেলায় আলাপচারিতার এক পর্যায়ে মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের হাতে প্রবাস মেলা’র সৌজন্য কপি তুলে দেন পত্রিকার সম্পাদক শরীফ মুহম্মদ রাশেদ।