প্রবাস মেলা ডেস্ক: ১৭ অক্টোবর ২০১৮ বুধবার পাক্ষিক প্রবাস মেলা কার্যালয়ে আসেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী আবদুন নূর দুলাল।
জনাব আবদুন নূর দুলাল বিশ্বব্যাপি প্রবাসী বাংলাদেশিদের অধিকার আদায়ের প্ল্যাটফর্মে প্রতিষ্ঠিত কানেক্ট বাংলাদেশ (Connect Bangladsh)’র কেন্দ্রীয় সমন্বয়ক (বাংলাদেশ) এর দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ, বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন এর আইন উপদেষ্টা হিসেবে কাজ করছেন। বিশিষ্ট এই আইনজীবী বাংলাদেশ আইন সমিতির সাবেক সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবেও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন।বর্তমানে তিনি ‘দেশীয় সাংস্কৃতিক পরিষদ’ এর প্রধান পৃষ্ঠপোষক ছাড়াও ‘বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদ’ সুপ্রিম কোর্ট চ্যাপ্টারের চেয়ারম্যান ও কেন্দ্রীয় সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
প্রবাস মেলা কলাকুশীলদের সাথে আসন্ন কানেক্ট বাংলাদেশ’র ২৬, ২৭, ২৮ অক্টোবর অনুষ্ঠিতব্য রোম সম্মেলন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পরে পত্রিকার সম্মানিত উপদেষ্টা, সম্পাদক ও নির্বাহী সম্পাদক বিশিষ্ট এই অাইনজীবীর হাতে পত্রিকার সৌজন্য কপি তুলে দেন।