প্রবাস মেলা ডেস্ক: ৫ জানুয়ারি ২০১৮ শনিবার পাক্ষিক প্রবাস মেলায় অতিথি ছিলেন দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ ও ব্যবসায়ী খাতের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা বিদ্যুৎ কুমার বসু।
তিনি গত দুই যুগেরও বেশি সময় ধরে মোবাইল ব্যাংকিং, মোবাইল ইন্স্যুরেন্স, মোবাইলে স্বাস্থ্যবিষয়ক ও কমিউনিটি তথ্য কেন্দ্রবিষয়ক ব্যবসায়িক প্রসারসহ নানা ধরনের ব্যবসায় সফল ভূমিকা পালন করেছেন।
বিদ্যুৎ কুমার বসু গ্রামীণফোন, টেলিনর গ্রুপ, রবি, আজিয়াটা গ্রুপ, সিটিসেল, অটবি গ্রুপ অব কোম্পানিসহ দেশীয় ও বহুজাতিক কোম্পানিতে বিভিন্ন সময়ে দক্ষতার সাথে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি অপরাজিত এনাবলার লিমিটেড এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
প্রবাস মেলা’র কলাকুশীলদের সাথে তিনি কর্মজীবনে বিভিন্ন বহুজাতিক কোম্পানিতে কাজ করার বাস্তব অভিজ্ঞতা শেয়ার করেন।
শেষে গুণী এই ব্যক্তি প্রবাস মেলা কলাকুশীলদের সাথে ফটোসেশনে অংশ নেন।