প্রবাস মেলা ডেস্ক: ১৮ সেপ্টেম্বর ২০১৮ মঙ্গলবার পাক্ষিক প্রবাস মেলা কার্যালয়ে অাসেন আমেরিকার নিউইয়র্ক প্রবাসী মোশাররফ হোসেন খান চৌধুরী ও কবি শিখা কর্মকার।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার কৃতি সন্তান মোশাররফ হোসেন খান চৌধুরী একজন বিশিষ্ট সমাজ সেবক হিসেবেই পরিচিত। দীর্ঘদিন প্রবাসে থাকলেও দেশের মায়া ভুলেননি, তিনি এলাকার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে অনেক স্কুল, কলেজ, মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। এছাড়াও মসজিদ, মন্দির, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উন্নয়নমূলক কাজে তার রয়েছে নিবিড় সম্পর্ক । প্রবাস মেলায় আলাপচারিতায় মানবসেবী মোশাররফ হোসেন খান চৌধুরী জানান, দেশে শিক্ষার ব্যবস্থার উন্নয়নের সাথে সম্পৃক্ত থাকাই তার জীবনের সবচেয়ে বড় লক্ষ্য ।
এসময় অন্যান্যের মধ্যে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সক্রিয় সদস্য, টিভি অভিনেত্রী ও কবি শিখা কর্মকার, অামাদের নতুন সময় পত্রিকার ডেপুটি এডিটর মোহাম্মদ আব্দুল ওয়াদুদ, ইয়াসমিন আক্তার সাথী উপস্থিত ছিলেন। পরে পত্রিকার নির্বাহী সম্পাদক শহীদ রাজু অতিথিদের হাতে প্রবাস মেলার সৌজন্য কপি তুলে দেন।