প্রবাস মেলা ডেস্ক: ১৯ নভেম্বর সোমবার প্রবাস মেলায় প্রবাসী অতিথি ছিলেন জাপান প্রবাসী বিশিষ্ট রাজনীতিবিদ ও কমিউনিটি ব্যক্তিত্ব শেখ এমদাদ।
ঢাকা দোহার জেলার কৃতি সন্তান শেখ এমদাদ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য। এছাড়াও তিনি বাংলাদেশ অাওয়ামী সাংস্কৃতিক লীগ এর কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
বঙ্গবন্ধু পরিষদ জাপান শাখার সভাপতি ও জাপান বাংলাদেশ কালচারাল ফাউন্ডেশন (জেবিসিএফ) এর প্রতিষ্ঠাতা হিসেবে জাপানে বাংলাদেশি কমিউনিটির মাঝে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন শেখ এমদাদ।
প্রবাস মেলা কলাকুশীলদের সাথে আলাপচারিতায় আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনাকে দেশের জনগণ পুনরায় নির্বাচিত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পরে প্রবাস মেলা’র পক্ষ থেকে শেখ এমদাদ এর হাতে পত্রিকার সৌজন্য কপি তুলে দেওয়া হয়।