প্রবাস মেলা ডেস্ক: ৭ জানুয়ারি সোমবার সন্ধ্যায় প্রবাস মেলা অফিসে অতিথি ছিলেন নৃত্যশিল্পী, মডেল ও অভিনেত্রী শর্মি ইসলাম।
ছোটবেলাতেই মঞ্চনাটকের সাথে যুক্ত শর্মি ইসলাম। অভিনয় ও নাচে স্কুলে থাকাকালীন খুলনা বিভাগীয় পর্যায়ে অসংখ্য বার চ্যাম্পিয়ন হয়েছেন তিনি।
প্রগতিশীল আর সংস্কৃতিমনা পরিবারে বেড়ে ওঠা শর্মি ইসলাম লিটু করিম পরিচালিত শর্ট ফিল্ম ‘অন্তরালে বিষাদ’ দিয়ে বছড় দেড়েক আগে টিভি মিডিয়ায় অভিনয়ে পথচলা শুরু করেন । এরপর নিরুপায়, কলংকিত বউ, নেশার জন্যে, বোবা বোন সহ প্রায় এক ডজন শর্ট ফিল্ম এ অভিনয় করে নিজের প্রতিভার দ্যুতি ছড়ান হালের এই সেনশেসন। এরপর শিল্পী বাধন রাজের গাওয়া লোভী মেয়ে গানে মডেল হয়ে শর্মি ব্যাপকভাবে আলোচনায় আসেন।
মডেলিংয়ের মাধ্যমে তার ক্যারিয়ার শুরু হলেও নাট্যজগতেও তিনি এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন। প্রবাস মেলা কলাকুশীলদের সাথে আলাপচারিতায় শর্মি ইসলাম বলেন, নাটক, সিনেমা, মিউজিক ভিডিও, মডেলিংয়ে সমান তালে কাজ করে দর্শকের মন জয় করতে চাই।
এসময় অন্যান্যের মধ্যে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সক্রিয় সদস্য, জনপ্রিয় টিভি অভিনেত্রী ও কবি শিখা কর্মকার, ইয়াসমিন আক্তার সাথী উপস্থিত ছিলেন।
পরে তারা প্রবাস মেলা’র সম্মানিত উপদেষ্টা, টিভি উপস্থাপক ও আবৃত্তিকার মামুন ইমতিয়াজের সাথে ফটোসেশনে অংশ নেন।