প্রবাস মেলা ডেস্ক: ৩ সেপ্টেম্বর সোমবার পাক্ষিক প্রবাস মেলা কার্যালয় পরিদর্শন করেন কানাডা’র টরেন্টো প্রবাসী রোটারিয়ান মোহাম্মদ ইলিয়াস মিয়া ও যুক্তরাষ্ট্রের লাস ভেগাস প্রবাসী সিকদার গিয়াসউদ্দিন।
বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইলিয়াস মিয়া দীর্ঘ দিন আমেরিকায় থাকার পর গত প্রায় ২০ বছর যাবত কানাডার টরেন্টোতে বসবাস করছেন। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক কর্মকান্ডে তাকে সক্রিয় দেখা যায়। বিশ্বব্যাপি ছড়িয়ে থাকা বাংলাদেশিদের মাঝে সংযোগ স্থাপনের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত কানেক্ট বাংলাদেশের কেন্দ্রীয় সমন্বয়ক হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন।
অপরদিকে সাবেক ছাত্রনেতা, প্রবাসের প্রিয়মুখ সিকদার গিয়াসউদ্দিন- কমিটি ফর ডেমোক্রেসী ইন বাংলাদেশ, যুক্তরাষ্ট্রের সাবেক সাধারণ সম্পাদক, মুক্তিযুদ্ধ চেতনা পরিষদ যুক্তরাষ্ট্রের সাবেক সদস্য সচিব, কর্ণেল তাহের স্মৃতি সংসদ, যুক্তরাষ্ট্রের সাবেক প্রতিষ্ঠাতা আহ্ববায়ক, কক্সবাজার মনসুর আলী সিকদার আইডিয়াল স্কুল ও কলেজের প্রতিষ্ঠাতা ও বর্তমানে বিশ্বব্যাপী প্রবাসীদের নিয়ে গঠিত সর্ববৃহৎ সংগঠন ‘কানেক্ট বাংলাদেশ’ এর আন্তর্জাতিক সমন্বয়ক হিসেবে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছেন।
প্রবাস মেলা কলাকুশীলদের সাথে আলাপচারিতার পর তাদের হাতে পত্রিকার সৌজন্য কপি তুলে দেন সম্পাদক শরীফ মুহম্মদ রাশেদ। এসময় অন্যান্যের মধ্যে বিশিষ্ট ব্যাংকার মো: জিল্লুর রহমানও উপস্থিত ছিলেন।