প্রবাস মেলা ডেস্ক: প্রবাস মেলা অফিসে কাতার প্রবাসী সামছ শাহিন। ২২ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় তিনি প্রবাস মেলা কার্যালয়ে আসেন।
গাজীপুর জেলার টঙ্গী থানার কৃতি সন্তান শামস শাহিন অনেকদিন ধরেই কাতারে আছেন। প্রবাসে পেশাগত কাজের পাশাপাশি তিনি বেশ কিছু সামজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে কাজ করছেন। তার মধ্যে হসপিটালিটি ইউনিটি বাংলাদেশ (HUB) এর প্রেসিডেন্ট হিসেবে বাংলাদেশের সম্ভাবনাময় খাতগুলো যেমন, ট্যুরিজম, পোশাকশিল্প, চামড়াজাতশিল্প, পাট, হস্তশিল্প, নকঁশী কাথা, জামদানি প্রভৃতি বহি:র্বিশ্বের কাছে তুলে ধরতে কাজ করছেন বলে জানান।
আলাপচারিতা শেষে প্রবাস মেলা’র সম্পাদক শরীফ মুহম্মদ রাশেদ ও নির্বাহী সম্পাদক শহীদ রাজু কৃতি প্রবাসী সামছ শাহিনের হাতে পত্রিকার সৌজন্য কপি তুলে দেন।