প্রবাস মেলা ডেস্ক: পাক্ষিক প্রবাস মেলা কার্যালয়ে ইতালি প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ সিআইপি মোহাম্মদ জাহাঙ্গীর ফরাজী ও আব্দুর রব মিন্টু। ১৫ ডিসেম্বর ২০১৮ শনিবার বিকেলে তারা প্রবাস মেলা কলাকুশীলদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।
মোহাম্মদ জাহাঙ্গীর ফরাজী একজন সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী। তিনি এনআরবি ব্যাংক এর প্রতিষ্ঠাতা, শেয়ার হোল্ডার। তিনি ইতালিতে অবস্থিত ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানীর ভাইস চেয়ারম্যান, ফরাজী হসপিটালের ব্যবস্থাপকসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সাথে জড়িত রয়েছেন।
মোহাম্মদ জাহাঙ্গীর ফরাজী’র আরেকটি পরিচয় তিনি বাংলাদেশ আওয়ামীলীগ ইতালি’র ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি গ্রেটার ফরিদপুর এসোসিয়েশন ইতালি’র প্রেসিডেন্ট হিসেবে প্রবাসীদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন।
অপরদিকে বরিশাল জেলার কৃতি সন্তান ইতালি প্রবাসী আব্দুর রব মিন্টু। তিনি সরদার গ্রুপ (রোমা) এর চেয়ারম্যান হিসেবে কর্মরত আছেন।
তিনিও বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে দেশে বিদেশে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছেন। বর্তমানে তিনি ইতালি আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, অল ইউরোপিয়ান বাংলাদেশ এসোসিয়েশন আয়েবা’র যুগ্ম মহাসচিব হিসেবে কাজ করে যাচ্ছেন।
এসময় অন্যান্যের মধ্যে নিশানা গ্রুপ এর ম্যানেজিং ডিরেক্টর শহিদ চৌধুরীও উপস্থিত ছিলেন।
পরে প্রবাস মেলা’র সম্মানিত উপদেষ্টা, আবৃত্তিকার ও টেলিভিশন উপস্থাপক মামুন ইমতিয়াজ অতিথিদের হাতে পত্রিকার সৌজন্য কপি তুলে দেন।