প্রবাস মেলা ডেস্ক: ১ নভেম্বর ২০১৮ বৃহস্পতিবার পাক্ষিক প্রবাস মেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিভি অভিনেত্রী সোমা ফেরদৌস।
সোমা ফেরদৌস বেশ কিছু জনপ্রিয় টিভি ও মঞ্চনাটকে কাজ করেছেন। টিভি নাটকের মধ্যে কালান্তর জ্বলদহন, সোনার পাখি রূপার পাখি, চাটামঘর, অ এর গল্প, দানব, লক্ষী ছেলে সহ অসংখ্য নাটকে অভিনয় করেছেন তিনি।
সোমা ফেরদৌস ২০০৬ সাল থেকে নিয়মিত মঞ্চনাটকে অভিনয় করছেন। এ পর্যন্ত তিনি ১০টিরও অধিক মঞ্চনাটকে অভিনয় করেছেন বলে জানান। তার মধ্যে বিসর্জন, অমাবশ্যার কারা, যমুনা (মুক্তিযুদ্ধের নারীর গল্প, ইংরেজী), অরক্ষিতা, সুর দাও অন্যতম।
এছাড়াও তিনি ঢাকার অন্যতম জনপ্রিয় নাট্যদল ‘দেশ নাটক’ এর সদস্য হিসেবে বিভিন্ন নাটকে কাজ করে থাকেন।
আলাপচারিতায় এসময় অন্যান্যের মধ্যে কণ্ঠশিল্পী ও সুরকার ফাহিম ফয়সাল, মডেল ও অভিনেতা খায়রুল অলক উপস্থিত ছিলেন।
প্রাণবন্ত আড্ডা শেষে পত্রিকার কলাকুশীলরা অতিথিদের হাতে প্রবাস মেলা’র সৌজন্য কপি তুলে দেন।