প্রবাস মেলা ডেস্ক: পাক্ষিক প্রবাস মেলা’র গ্রাফিক্স ডিজাইনার আশরাফুল আলম মাসুদের জন্মদিন পালন করা হয়েছে।
৫ জানুয়ারি শনিবার সন্ধ্যায় প্রবাস মেলা অফিসে কেক কেটে তার জন্মদিন উদযাপন করা হয়।
এ সময় পত্রিকার সম্পাদক শরীফ মুহম্মদ রাশেদ, নির্বাহী সম্পাদক শহীদ রাজু, চীফ রিপোর্টার মো: মোস্তফা কামাল মিন্টু সহ অন্যান্য স্টাফরা উপস্থিত ছিলেন।
জন্মদিনের ভালোবাসায় সিক্ত আশরাফুল আলম মাসুদ বলেন, নিজের কর্মস্থলে প্রিয় মানুষদের সাথে কেক কেটে জন্মদিন উদযাপন করতে পারায় আমি খুবই আনন্দিত। তাদের আন্তরিকতা, ভালোবাসা ও দোয়া ভবিষ্যতে আমার জীবনের পথচলা আরও সুন্দর ও সুগম হবে বলে প্রত্যাশা করছি।
এছাড়াও জন্মদিনে ফেসবুক মেসেঞ্জার ও টাইমলাইনে যারা শুভেচ্ছা জানিয়েছেন তাদেরকেও আশরাফুল আলম মাসুদ কৃতজ্ঞতা জানিয়েছেন।