প্রবাস মেলা ডেস্ক: পাক্ষিক প্রবাস মেলা অফিসে অস্ট্রেলিয়ার সিডনি প্রবাসী কণ্ঠশিল্পী অমিয়া মতিন। ৬ মার্চ বুধবার সন্ধ্যায় তিনি পত্রিকার অফিস পরিদর্শন করেন।
অমিয়া মতিন মূলত নজরুল ও ক্লাসিক্যাল গান গেয়ে থাকেন। ছোট বেলা থেকেই তিনি গানের চর্চা করে আসছেন। তিনি ১৯৯৫ সালে তার প্রথম গানের এ্যালবাম ‘যেতে যেতে কিছু কথা’ সঙ্গীতা থেকে বের হয়েছিল। এরপর থেকে তার আরও জনপ্রিয় একক এবং যৌথ এ্যালবাম বের হয়েছে। তার মধ্যে ‘এরাতের এই গান’, ‘যেতে হবে কত দূর’, ‘মেঘ জমলেই বৃষ্টি হবে’, ‘জানিনা কেন যেতে ভালো লাগে’ প্রভৃতি। এছাড়াও তার কিছু জনপ্রিয় মিউজিক ভিডিও রয়েছে।
প্রবাসে বাংলা গানের চর্চায় অমিয়া মতিন নিজেকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায়।প্রবাস মেলায় আলাপচারিতায় অমিয়া মতিন বাংলা গান নিয়ে তার আবেগ, ভালোবাসা এবং ভবিষ্যত প্রত্যাশা নিয়ে কথা বলেন।
পরে পত্রিকার কলাকুশীলদের সাথে তিনি ফটোসেশনে অংশ নেন।