হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: আগামী ৩০ ডিসেম্বর বাংলাদেশ জাতীয় সংসদের একাদশ নির্বাচন। নির্বাচন বাংলাদেশ নির্বাচন কমিশন ইতিমধ্যেই নির্বাচনী তফসিল ঘোষণা করেছে। প্রধান নির্বাচন কমিশন (সিইসি) একে এম নূরুল হুদা ৯ নভেম্বর শুক্রবার জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণে জাতীয় সংসদের নির্বাচনী তফসিল ঘোষণা করেছেন।
উল্লেখ্য, ইতিপূর্বে যুক্তরাষ্ট্রের প্রবাস জীবন শেষে বাংলাদেশে ফিরে গিয়ে একাধিক প্রবাসী বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছেন। আবার কেউ কেউ মন্ত্রীও হয়েছেন। তাদের মধ্যে কেন্দ্রীয় বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন, সাবেক এমপি এম এম শাহীন উল্লেখযোগ্য। সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন যুক্তরাষ্ট্র বিএনপি’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। মিলন একাধিকবার সংসদ সদস্যও নির্বাচিত হন। অপরদিকে নিউইয়র্ক থেকে প্রকশিত সাপ্তাহিক ঠিকানা’র প্রতিষ্ঠাতা সম্পাদক ও বর্তমানে সম্পাদকমন্ডলীর সভাপতি এম এম শাহীন স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।
এছাড়াও ইতিপূর্বে প্রবাসী জীবন শেষে দেশে ফিরে সক্রিয় রাজনীতি করছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ড. আব্দুস সোবহান গোলাপ ও আওয়ামী লীগ নেতা এডভোকেট আতাউর রহমান শামীম।
জানা গেছে, উল্লেখ্য প্রবাসীদের মধ্যে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. আব্দুল মোমেন, সাবেক এমপি এম এম শাহীন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা ও যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও নিউজার্সী অঙ্গরাজ্যের প্লেইন্স বরো সিটির নির্বাচিত কাউন্সিলম্যান ড. নূরুন নবী, যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সহ সভাপতি আলহাজ সোলায়মান ভূঁইয়া, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, যুগ্ম সম্পাদক ও এনআরবি গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরী, দলের সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ, যুক্তরাষ্ট্র জাসদ-এর সভাপতি আব্দুল মুসাব্বির, যুক্তরাষ্ট্র বিএনপি নেতা পারভেজ সাজ্জাদ, কেন্দ্রীয় জিয়া পরিষদ-এর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. জাহিদ দেওয়ান শামীম, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সভাপতি জয়নাল আবেদীন জয়, সেন্ট্রাল ফ্লোরিডা বিএনপি’র সভাপতি ও যুক্তরাষ্ট্র যুবদলের সহ সভাপতি নাসিম এম খান, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ নেতা ও বঙ্গবন্ধু ফাউন্ডেশন ইউএসএ’র সাধারণ সম্পাদক আব্দুল কাদের মিয়া এবং নিউইয়র্ক প্রবাসী মোহাম্মদ মাহমুদ আসন্ন সংসত নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী। এজন্য তাদের মধ্যে অনেকেই ব্যক্তিগতভাবে, আবার কেউ কেউ তাদের প্রতিনিধির মাধ্যমে মনোনয়নপত্র লাভের আবেদন করেছেন ।
উল্লেখিত প্রবাসীদের মধ্যে ড. আব্দুল মোমেন (আওয়ামী লীগ) সিলেট-১ (সদর), সাবেক এমপি এম এম শাহীন (দল চুড়ান্ত হয়নি) মৌলভীবাজার-২ (কুলাউড়া), ড. নূরুন নবী (আওয়ামী লীগ) টাঙ্গাইল-২ (গোপালপুর-ভুয়াপুর), আলহাজ সোলায়মান ভূঁইয়া (বিএনপি) ফেনী-৩, ড. সিদ্দিকুর রহমান (আওয়ামী লীগ) বগুড়ার একটি আসন, নিজাম চৌধুরী (আওয়ামী লীগ) ফেনী-২, ফারুক আহমদ (আওয়ামী লীগ) সিলেট-৪ (গোয়াইন ঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ), আব্দুল মুসাব্বির (জাসদ) মৌলভীবাজার-২ (কুলাউড়া), যুক্তরাষ্ট্র বিএনপি নেতা পারভেজ সাজ্জাদ (বিএনপি) চট্টগ্রাম-১ (মিরসরাই), ড. জাহিদ দেওয়ান শামীম রাজশাহী-৪ (বাঘমারা), জয়নাল আবেদীন জয় (আওয়ামী লীগ) শরীয়তপুরের একটি আসন, নাসিম এম খান (বিএনপি) টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর), নিউইয়র্ক প্রবাসী আব্দুল কাদের মিয়া (আওয়ামী লীগ) চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) ও মোহাম্মদ মাহমুদ (আওয়ামী লীগ) টাঙ্গাইল-২ (গোপালপুর-ভুয়াপুর) আসন থেকে মনোনয়ন চাচ্ছেন। তবে ড. সিদ্দিকুর রহমান মনোনয়নপত্র ক্রয়ের জন্য আবেদন করেছেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।
আবার দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে অবস্থান করে গত অক্টোবর মাসের শেষের দিকে দেশে ফিরে মনোনয়নের আবেদনপত্র ক্রয় করেছেন কেন্দ্রীয় বিএনপি’র সহ আন্তর্জাতিক সম্পাদক, দেশের ‘ব্ল্যাক ডায়মন্ড’ খ্যাত কোকিল কন্ঠী সঙ্গীত শিল্পী বেবী নাজনীন। তিনি নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসন থেকে প্রার্থী হচ্ছেন।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রীন সিগন্যাল পেয়ে ড. মোমেন গত কয়েক বছর বাংলাদেশে অবস্থান করছেন। স্থায়ীভাবে বসবাসের জন্য গত বছর দেশে গেছেন আব্দুল মুসাব্বির। গত কয়েক বছর ধরে দেশে-প্রবাসে আসা-যাওয়ার মধ্যে রয়েছেন নিজাম চৌধুরী। কয়েক মাস আগে দেশে গেছেন এম এম শাহীন। কয়েক সপ্তাহ আগে দেশে গেছেন আলহাজ সোলায়মান ভূইয়া ও মোহাম্মদ মাহমুদ।
চলতি নভেম্বর মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশে গেছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও ফারুক আহমেদ। গত ১০ নভেম্বর শনিবার বাংলাদেশে গেছেন আব্দুল কাদের মিয়া।
ঢাকা থেকে প্রাপ্ত খবরে জানা গেছে, নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) থেকে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন কণ্ঠশিল্পী বেবী নাজনীন।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ দলের কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ-এর কাছ থেকে মনোনয়নের আবেদন গ্রহণ করেছেন।
ইতিপূর্বে যুক্তরাষ্ট্রের প্রবাসী জীবন শেষে দেশে অবস্থানকারী পটুয়াখালী-৪ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আব্দুল্লাহ আল ইসলাম লিটন।
এছাড়াও সিলেট-৩ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করছেন এডভোকেট আব্দুর রকিব মন্টু। তিনি দেশ ও প্রবাসে নিয়মিত যাতায়াত করেন। তার বড় ভাই আব্দুর রহীম বাদশা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। এডভোকেট মন্টু গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সহকারী এ্যাটর্নী জেনারেল ও বাংলাদেশ এ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক। তিনি গত রোববার (১১ নভেম্বর) সকালে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র ক্রয় করেন। এ সময় দলীয় কার্যালয়ে উপস্থিত আওয়ামী লীগের সাধারণ সম্পদক, সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের সাথে সাক্ষাৎ করে এডভোকেট আব্দুর রকিব মন্টু তার দোয়া গ্রহণ করেন।