মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদিআরব প্রতিনিধি: রিয়াদ আল খারিজ প্রবাসে সবজি চাষ করে স্বাবলম্বী হাফেজ জালাল উদ্দিন। ১ মার্চ শুক্রবার সরজমিনে গিয়ে তার সাথে আলাপ করলে তিনি জানান, বাংলাদেশ থেকে সৌদি প্রবাসে এসে মসজিদে চাকরি করেছি অল্প বেতনে যা দিয়ে নিজের ও পরিবারের চাহিদা মিটাতে পারছিনা। পরে চিন্তা করে সৌদি মালিকের সাথে আলাপ করে আল খারিজ হায়াতিন মুসা আল চখুর শহরে কিছু খালি জায়গা বছর মেয়াদি লিজ নেই, সেই খালি জায়গা পরিস্কার করে চাষাবাদ শুরু করি।
বাংলাদেশ থেকে লাল শাক, ডাটা, মুলা, ঢেড়স, ঝিংগা, লাউ, করলা, মিষ্টিকুমড়া বীজ নিয়ে আসি তা দিয়েই সবজি চাষ করে যাচ্ছি। তিনি জানান, এরাবিয়ানদের পছন্দের তরকারি কুচা, খাজ পাতা সবচাইতে বেশি বিক্রি হয়।
তিনি বলেন, আলহামদুলিল্লাহ আমি এখন অনেক ভালো আছি, বর্তমানে আমার ভাই মোঃ মোজাম্মেল সহ ২০ জন শ্রমিক কাজ করছে।
খুচরা মূল্যে সবজি ক্রয় করতে খুদ্র বিক্রেতারা প্রতিনিয়ত আসেন – খুচরা ক্রেতা মোঃ আবির হোসেন নিক্সন, মোঃ দুলাল মিয়া, মোঃ আজিজুর রহমান। মোঃ রুবেল বলেন, জালাল ভাইয়ের সবজি ক্রয় করে আমরাও লাভবান হচ্ছি।
সরকারিভাবে কোন ধরনের সহযোগিতা পেলে বাংলাদেশের অর্থনীতিতে আরও বেশি করে ভূমিকা রাখাতে পারতাম বলে চাষী জালাল জানান।