মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: নাটক হোক সুস্থ সমাজের দর্পণ – এই স্লোগান কে সামনে রেখে রিয়াদ বাংলাদেশ থিয়েটার ৫ সেপ্টেম্বর ২০১৪ সাল থেকেই প্রবাসের মাটিতে বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরার লক্ষে সংগঠনটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ঢাকা থিয়েটার আর্ট ইউনিট এর প্রখ্যাত নাট্যজন এস এম সোলায়মান রচিত নাটক ক্ষ্যাঁপা পাগলার প্যাঁচাল মঞ্চস্থ করার লক্ষে সাপ্তাহিক নাট্যপ্রশিক্ষণ ও সংগীতের রিহার্সাল অব্যাহত রেখেছে। প্রবাসের মাটিতে নিজ দেশের সাংস্কৃতিক প্রবাসী বাংলাদেশীদের সামনে উপস্থাপন করার লক্ষেই কাজ করছেন বলে রিয়াদ বাংলাদেশ থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ও নাট্যকার মো: জাহাঙ্গীর আলম হৃদয় জানান।
রিয়াদ বাংলাদেশ থিয়েটারের প্রধান প্রশিক্ষক ও সমন্বয়ক নাট্যজন সারওয়ার জাহান সিদ্দিকী বলেন আমি দীর্ঘ দিন বাংলাদেশে ঢাকা থিয়েটার আর্ট ইউনিট এর প্রতিষ্ঠাতা সদস্য হিসাবে কাজ করে যাচ্ছি, প্রবাসে এসেও রিয়াদ বাংলাদেশ থিয়েটারের সাথে কাজ করতে পেরে খুবই আনন্দিত, প্রবাসের মাটিতে নিজ দেশের সংস্কৃতি তুলে ধরতে পারলেই নিজেকে ধন্য মনে করবো, আর সেই প্রত্যাশা নিয়েই আমরা কাজ করছি। গত ১৫ ফেব্রুয়ারি সাপ্তাহিক রিহার্সাল চলাকালীন সময়ে উপস্থিত ছিলেন – রিয়াদ বাংলাদেশ থিয়েটারের প্রতিষ্ঠাতা সিনিয়র সহসভাপতি অভিনেতা মির্জা কামাল, সাধারণ সম্পাদক নাট্য নির্দেশক অভিনেতা আরিফুর রহমান টিটু।
অন্যান্যদের মধ্যে রিহার্সেলে উপস্থিত ছিলেন – অভিনেতা রাশেদ আল করিম সজীব, কামরুজ্জামান জামান, শিল্পী মুশতাক আহমেদ মন্ডল, অভিনেতা আলমগীর হোসেন মন্ডল, অভিনেতা হাফিজুল ইসলাম পলাশ, শিল্পী রফিক মন্ডল, অভিনেতা নাঈম রহমান, শেখ জামাল, শিশু শিল্পী নাসরা কিরন, শিশু শিল্পী আল ফারদান মন্ডল (তুর্য) বিন মুশতাক প্রমুখ। রিয়াদ বাংলাদেশ থিয়েটারের সন্মানিত সদস্য আব্দুস সালাম কিরণ। আগামী ২৯ মার্চ প্রোগ্রাম বাস্তবায়ণের জন্য রিয়াদ বাংলাদেশ থিয়েটারের পক্ষ থেকে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছে।