প্রবাস মেলা ডেস্ক: এক অদৃশ্য শত্রুর বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে পুরো পৃথিবী। জন-জীবন প্রায়ই স্থবির। তবুও জীবন থেমে থাকে না। কিন্তু এই মহামারীর সময়ে এসে গেলো পবিত্র ঈদুল আযহা। দুনিয়ার দেশে দেশে মুসলমানরা ত্যাগের শিক্ষায় করবেন কোরবানি। এই সময়ে লাখ লাখ বাংলাদেশি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সারা পৃথিবীতে। তাদের অনেকে পরিবার-পরিজন থেকে দূরে ঈদ পালন করবেন। পরিবারকে সুখে রাখতে তাদের এই ত্যাগের প্রতি আমরা শ্রদ্ধা জানাই।
প্রবাসে আপনার ঈদ অভিজ্ঞতা লিখতে পারেন প্রবাস মেলা’র অনলাইনে। কীভাবে জামায়াত আদায় করেছেন, দিনটাইবা কীভাবে কেটেছে থাকতে পারে তার বিবরণ।
লেখা পাঠানোর ঠিকানা- probashmelanews@gmail.com,
info@probash-mela.com