মহিউল করিম আশিক, দুবাই, ইউএই প্রতিনিধি: দুবাই বাংলাদেশ কমিউনিটির পরিচিত মুখ সজ্জন ব্যক্তি, চট্টগ্রাম সমিতির সহ-সভাপতি ইউএই বিএনপির সহ-সভাপতি ও দুবাই বিএনপির সাবেক সভাপতি, চট্টগ্রাম টেরিবাজার এলাকার স্থায়ী বাসিন্দা মৃত তুফান আলীর পুত্র মোহাম্মদ নুরুল আলম (৫২) এর জানাজা গত সোমবার বিকাল ৫টায় রাস আল খাইমায় অনুষ্ঠিত হয়। আজ স্থানীয় আল ফুলাইয়া কবরস্থানে দাফন করা হয়।
জানাজা ও দাফনে উপস্থিতি ছিলেন সাবেক আহবায়ক ইউএই বিএনপি প্রকৌশলী সালাউদ্দিন, ইউএই বিএনপির সাধারণ সম্পাদক আবদুছ সালাম তালুকদার, ইউএই বিএনপির সহ সভাপতি আমিরুল ইসলাম এনাম, সিরাজ নওয়াব, সহ সাধারণ সম্পাদক মো: শহীদুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম রুপু, আবুধাবির বিএনপির সভাপতি ইসমাইল হোসেন, সারজাহ বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার করিমুল হক, আজমান বিএনপির সভাপতি শাহিনুর শাহীন।
আরও উপস্থিত ছিলেন রাস আল খাইমাহ বিএনপির সভাপতি নাছির মাহমুদ, সিনিয়র সহসভাপতি মো: খালেক, সাধারণ সম্পাদক আ: মজিদ নাছির সহ নেতাকর্মী, কমিউনিটি ব্যক্তিত্ব ও সমাজকর্মীরা সহ আমিরাতের কেন্দীয় বিএনপির নেতৃবৃন্দ ও তার অঙ্গ সংগঠনের নেত্রী বৃন্দ সহ আরও অনেকে।
মোহাম্মদ নুরুল আলম করোনা আক্রান্ত হয়ে প্রায় ১ মাস আগে সারজা কুয়েতি হাসপাতালে ভর্তি হলেও পরীক্ষা নিরিক্ষায় তার করোনার রেজাল্ট নেগেটিভ আসে।
তবে তার ফুসফুসে আগে থেকে নানাবিধ সমস্যা থাকায় তাকে চিকিৎসার জন্য রাস আল খাইমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে দীর্ঘদিন চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার বিকাল ৪.৩০ মিনিটে হার্ট এটাক করে মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। নুরুল আলম দীর্ঘ ২৫ বছর যাবত দুবাই বাংলাদেশ কমিউনিটির বিশেষ ব্যক্তি হিসাবে পরিচিত ছিলেন। তিনি ছিলেন সদালাপী, ভালো মনের ও পরোপকারী মানুষ ছিলেন।