প্রবাস মেলা ডেস্ক: প্রবাসী সাংবাদিক মোহাম্মদ ফিরোজের মায়ের মৃত্যুতে গভীর শোক-প্রকাশ করেন এবংমরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে, শোকাহত-পরিবারের প্রতি সমবেদনা জানান বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সাংবাদিকদের মাঝে হাকিকুল ইসলাম খোকন, এবিএম সালেহ উদ্দীন, মো: নাসির, হেলাল মাহমুদ, ওসমান গনি, সুহাস বডুয়া, বিশ্লজিত সাহা, নাসিম পারভীন পারু, আয়েশা আক্তার রুবিসহ আরো অনেকে।