মো: জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি:
মহামারী করোনার সাথে ২০ দিন যুদ্ধ করে হেরে গেলেন রানা, চলে গেলেন না ফেরার দেশে। রিয়াদ প্রবাসী চাঁদপুর শাহরাস্তি উপজেলার ১৪ নং সূচিপাড়া দক্ষিণ ইউনিয়ন এর ৩ নং ওয়ার্ড এর দিগদাইর গ্রামের আলী হোসেনের ছোট ছেলে। তিনি প্রবাসী শাহরাস্তি ফোরামের সদস্য। আফসার হোসেন রানা করোনায় আক্রান্ত হয়ে সৌদি আরব রিয়াদ সেমুচি সরকারে হাসপাতালে দীর্ঘ ২০ দিন চিকিৎসাধীন থাকাবস্থায় ২৫ জুন, ২০২০ সকালে মৃত্যু বরণ করেছে বলে তার বড় ভাই রিয়াদ বাথা তাজ রেস্টুরেন্টের পরিচালক ও সৌদি আরব প্রবাসী শাহরাস্তি ফোরামের সহসভাপতি আলমগীর হোসেন মিন্টু জানান। মৃত্যু কালে রানা মা,বাবা, ভাই, বোন, স্ত্রী ও দুই মাসের একমাত্র নবজাতক শিশু কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেয়েছেন।
আফসার হোসেন রানার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সৌদি আরব প্রবাসী শাহরাস্তি ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ও নাট্যকার মো: জাহাঙ্গীর আলম হৃদয়, ফোরামের প্রধান উপদেষ্টা ফখরুল ইসলাম বিলাস, সিপু চৌধুরী, মোস্তফা কামাল, সহসভাপতি ফয়েজ উদ্দিন লাভলু, সাধারণ সম্পাদক সালে আহমেদ ভুইয়া, যুগ্ম সম্পাদক মহসিন মিয়াজি, সদস্য মানিক মিয়া, শামিম আহমেদ, মোহাম্মদ খোকন, রাশেদ,নজরুল ইসলাম, গোলাম সারওয়ার লিপলু,নাজমুল হোসেন প্রমুখ।
রিয়াদ বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন রিয়াদ দূতাবাস এর শ্রম কাউন্সিলর মেহেদী হাসান। করোনায় কোন বৈধ প্রবাসী বাংলাদেশি মারা গেলে এবং প্রবাসে দাফন করা হলেও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তার পরিবারকে তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা প্রদান করা হবে বলেও তিনি জানান।