রানা সাত্তার, চট্টগ্রাম প্রতিনিধি: প্রবাসীদের বিরুদ্ধে হামলা, হত্যা, মামলা ও হয়রানি, গ্রেফতারের প্রতিবাদে দেশজুড়ে নিন্দা ও প্রতিবাদের ঝড় বইছে চট্টগ্রামে।
২৩শে আগস্ট ২০২০, রবিবার চট্টগ্রামের প্রেসক্লাব চত্ত্বরে সভা, সমাবেশ, মানববন্ধন ও বিবৃতি দিয়ে প্রতিবাদ জানিয়েছেন প্রবাসীরা। প্রতিবাদ সভায় তারা বলেছেন- ওমান প্রবাসী রেমিটেন্সযোদ্বা জাফরকে হত্যা করা ও তার পরিবারকে হয়রানি করা হচ্ছে।
প্রবাসীরা বলেন, বাস্তবে এমন আশঙ্কা সত্য হলে তা হবে পুরো জাতির জন্য দুর্ভাগ্যজনক। তারা আরও বলেন, প্রবাসীদের অত্যাচার-নির্যাতন ও নাজেহাল করা হয় বিমান বন্দরে। তারা এখনও বহাল তবিয়তে রয়েছেন। প্রবাসীদের বাসা-বাড়িতে গিয়ে হয়রানি ও নাজেহাল করা হচ্ছে। আত্মীয়স্বজনের বাড়িতেও তল্লাশির নামে হুমকি দেয়া হচ্ছে। জান ও মালের নিরাপত্তা আইনে মামলার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানানোসহ জাফররের মৃত্যু ও তার পরিবারের নিরাপত্তা দেয়ার জোরালো দাবি জানান। এ বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন প্রবাসী ক্লাবের নেতারা। তারা তিন দফা দাবি তুলে ধরেন- (১) পটিয়াস্থ ওমান প্রবাসী মরহুম জাফর’র মৃত্যুর সুষ্ঠু বিচারের দাবী (২) মহামারি করোনার কারণে বিদেশ প্রবাসী বিমান টিকেট হয়রানি নিয়ন্ত্রণের দাবী (৩) কুয়েত সৌদি আরব কাতার, আরব আমিরাত ও বাহারাইন এর আটকে পড়া প্রবাসীর দ্রুত প্রবাসে যাওয়ার ব্যবস্থা।

উক্ত মানববন্ধনটি প্রবাসী ক্লাবের সম্মানিত সভাপতি খন্দকার এম এ হেলাল সাহেব (CIP) সভাপতিত্বে সম্পন্ন হয়। সঞ্চালনের দায়িত্ব পালন করেন শাকিল আরাফাত। এতে বক্তব্য রাখেন উক্ত সংগঠনের সহ-সভাপতি মো: সাজ্জাদ হোসেন রনি, সহ-সভাপতি মো: সোলাইমান খন্দকার বাদশা, সহ-সভাপতি মো: ইসমাইল, সাধারণ সম্পাদক মো: তারিকুল ইসলাম, সম্মানিত সদস্য মো: আব্দুল মান্নান (সৌদি প্রবাসী), মো: আব্দুল শুক্কুর (মক্কা মিছফালাহ্), মো: রাশেদ (সৌদি), মো: আকতার হোসেন (দুবাই), মো: বোরহান উদ্দীন চৌঃ (সৌদি আরব), মো: সাহেদ (ওমান)।
বক্তব্যের এক পর্যায়ে সভাপতি খন্দকার এম এ হেলাল (CIP) বলেন আমরা প্রবাসীরা বাংলাদেশের একটি অন্যতম সম্পদ। যাদের রেমিটেন্সের উপর নির্ভর করে বাংলাদেশের উন্নয়ন চাকা। কিন্তু আমাদের এই রেমিটেন্সযোদ্ধাদের এই অমানবিক নির্যাতন কি আমাদের রেমিটেন্স আয় প্রদানের শ্রেষ্ঠ উপহার? তা না হলে পটিয়াস্থ ওমান প্রবাসী মো: জাফর সাহেব এর করুন মৃত্যুর কারণ কি?
আমাদের প্রবাসী ভাইদের বিমান টিকেট হয়রানি কি আমাদের প্রাপ্য। কেনই বা দেশে আটকে পড়া প্রবাসী ভাইদের দ্রুত প্রবাসে যাওয়ার ব্যবস্থা হচ্ছে না। আমি সকল প্রবাসী ভাইদের পক্ষ হয়ে আমাদের জননেত্রী মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা মারফতে যথাযথ কর্তৃপক্ষের কাছে নিবেদন করছি উপরোল্লিখিত দাবী সমূহ সু-সম্পন্ন করে আমাদেরকে নিজ দেশের নীতির প্রতি সম্মান প্রদর্শনে বাধিত করিবেন।