প্রবাস মেলা ডেস্ক: কাতার প্রবাসী বিশিষ্ট গীতিকার জসিম উদ্দীন আকাশের নতুন ভিডিও গান ‘আমি শুধু তোকে চাই’ মুক্তি পেয়েছে। এ গানে কণ্ঠ দিয়েছেন সুরকার এফএ প্রীতম ও ২০০৪ সালে ‘নতুন কুঁড়ি’ চ্যাম্পিয়ন জনপ্রিয় কণ্ঠশিল্পী মৌমিতা তাশরিন নদী। গানটির সুরও করেছেন প্রীতম। এএন ফরহাদের সংগীতায়োজনে গানটি ৮ জুন ২০২২ বৃহস্পতিবার বিডি২৯ মাল্টি মিডিয়া ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হয়। গানটির মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন তামান্না ইমু ও রাফি।
জসিম উদ্দীন ‘আমি শুধু তোকে চাই’ গানটি নিয়ে বেশ আশাবাদী। তিনি বলেন, ‘আমি ছোটবেলা থেকেই গান পছন্দ করি। এই ভালোবাসা থেকেই গান লিখি। দূর প্রবাসে থাকলেও আমার মনটা সবসময় বাংলাদেশেই পড়ে থাকে। দেশে মিউজিক ইন্ডাস্ট্রির জন্য ভালো কিছু করতে চাই। আশা করি, বরাবরের মতো আমার এই গানটিও দর্শক-শ্রোতারা গ্রহণ করবেন।
কণ্ঠশিল্পী নদী বলেন, ‘আমি শুধু তোকে চাই’ ভীষণ সুন্দর একটি গান। কথা ও সুর আমার খুব ভালো লেগেছে। আশা করি, গানটি সবার ভালো লাগবে। সুরকার ও কণ্ঠশিল্পী প্রীতম বলেন, জসিম উদ্দীন ভাই বরাবরই ভালো লেখেন। আমি তার অসংখ্য গানের সুর করেছি। এবার সুর করার পাশাপাশি নদী আপুর সঙ্গে কণ্ঠ দিলাম। আশা করছি ‘আমি শুধু তোকে চাই’ গানটি সবার মন ছুঁয়ে যাবে।
উল্লেখ্য, জসিম উদ্দীন আকাশ নরসিংদী জেলায় জন্ম গ্রহণ করেন। বর্তমানে তিনি কাতারে একজন প্রতিষ্ঠিত ব্যাবসায়ী। ক্যারিয়ারে ৫০টির বেশি গান লিখেছেন তিনি। এর মধ্যে পাঁচটি প্লেব্যাক গানও রয়েছে। আসিফ আকবরসহ দেশের বহু গুণী শিল্পী তার গানে কণ্ঠ দিয়েছেন। বলিউডের জুবিন গার্গ ও দুই বাংলায় জনপ্রিয় শিল্পী আকাশ সেনও তার গান কণ্ঠ দিয়েছেন।