প্রবাস মেলা ডেস্ক: প্রবাসী আয়ে নতুন রেকর্ড গড়লো বাংলাদেশ। সদ্যবিদায়ী ২০১৮-১৯ অর্থবছরে ব্যাংকিং চ্যানেলে সবচেয়ে বেশি রেমিটেন্স পাঠিয়েছে প্রবাসীরা। গত একবছরে এক হাজার ৬৪০ কোটি ইউএস ডলার রেমিটেন্স এসেছে, যা দেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ।
আগের ২০১৭-১৮ অর্থবছরে এসেছিল এক হাজার ৪৯৮ কোটি ডলার। এই হিসাবে প্রবাসী আয় প্রবাহ বেড়েছে সাড়ে ৯ শতাংশ। এর আগে গত ২০১৪-১৫ অর্থবছরে সর্বোচ্চ এক হাজার ৫৩২ কোটি ডলার প্রবাসী আয় আসে। নতুন বাজেটে প্রণোদনা দেওয়ায় নতুন অর্থবছরেও প্রবাসী আয় প্রবাহ বাড়বে বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, হুন্ডি প্রতিরোধসহ নানা পদক্ষেপ নেওয়ার ফলে বৈধ পথে প্রবাসী আয় আসার পরিমাণ বাড়ছে। বিশেষ করে ২০১৮ সালের শুরু থেকে বৈধ পথে প্রবাসী আয় প্রবাহ বৃদ্ধি অব্যাহত রয়েছে।
গত অর্থবছরে সবচেয়ে বেশি আয় আসে মে মাসে। ওই মাসে প্রবাসীরা পাঠিয়েছিল ১৭৫ কোটি ৫৭ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১৪ হাজার ৮৩৫ কোটি টাকা। এদিকে বিপুল পরিমাণ প্রবাসী আয় আসার কারণে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে হয়েছে ৩ হাজার ২৫৭ কোটি ডলার।
এদিকে বৈধ পথে প্রবাসী আয় দেশে আসতে আগামী অর্থবছর থেকে নগদ প্রণোদনা দেওয়া হবে। ২ শতাংশ হারে নগদ প্রণোদনা দেওয়া হবে। এ জন্য বাজেটে অর্থ বরাদ্দ রেখেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। অন্তর্মুখী প্রবাসী আয়ের ওপর প্রণোদনা দিতে চলতি অর্থবছরে বাজেট থেকে তিন হাজার ৬০ কোটি টাকা বরাদ্দ দেবে সরকার। ২ শতাংশ প্রণোদনা দিলে প্রবাসীদের পাঠানো বিদেশি মুদ্রার বিপরীতে দেওয়া প্রতি ১০০ টাকায় বাড়তি দুই টাকা পাবেন স্বজনরা।