প্রবাসী অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকের উদ্যোগে প্রতি বছরের ন্যায় পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ৬ মে সোমবার বিশ্বনাথ উপজেলার অলংকারীতে রফিকুল ইসলাম মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ৩নং অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল।
এ.কে.এম তোহেমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধার প্রজন্ম সভাপতি রোটারিয়ান কবি নাজমুল ইসলাম মকবুল, মোঃ রাজুক মিয়া রাজ্জাক মেম্বার।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রবাসী অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউ.কের ট্রাস্টি হাজী মোঃ তেরাব আলী, অলংকারী জামে মসজিদের মুতাওয়াল্লী হাজী মোঃ আব্দুল হাসিম, সমাজসেবী ও শিক্ষানুরাগী মোঃ ফারুক মিয়া, মোঃ আলমাছ আলী প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা তাদের বক্তব্যে বলেন, প্রবাসীরা বিদেশের মাটিতে সব সময়ই দেশের মুখ উজ্জ্বল করছেন। তারা সেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। পাশাপাশি বাংলাদেশের সার্বিক উন্নয়নে তারা বিশাল অবদান রেখে যাচ্ছেন। তাদের কষ্টার্জিত অর্থ সাহায্যের ফলে দেশের গরিব অসহায়রা উপকৃত হচ্ছেন। তাই প্রবাসীরা আমাদের গর্বের ধন। আমাদের অহংকার।
অনুষ্ঠানে ট্রাষ্টের পক্ষ থেকে ইউনিয়নের ছয় শতাধিক অসহায় দুস্থ পরিবারের মধ্যে চাল ডাল তেলসহ পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় এবং প্রবাসীদের জন্য বিশেষ দোয়া করা হয়।