মনিরুজ্জামান মনির, মালদ্বীপ প্রতিনিধি: ‘এসো এক হই, অধিকারের কথা কই’ এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ মালদ্বীপ শাখার পক্ষ থেকে অসুস্থ প্রবাসী এক মা’কে আর্থিক সহায়তা প্রদান করে।
১২ নভেম্বর ২০২০, বৃহস্পতিবার মালদ্বীপ রাজধানী মালে অবস্থিত এক বাংলাদেশি অসুস্থ মা’কে দেশে যাওয়ার প্রেক্ষিতে নগদ মালদ্বীপের-১০৭৭৫ রুপিয়া (বাংলায়-৫৩৮৭৫ টাকা) ওনার হাতে হস্তান্তর করা হয়।
এই সহযোগীতায় উপস্থিত ছিলেন- প্রবাসী অধিকার পরিষদের মালে সিটির সমন্বয়ক ও সদস্যগণ। সেইসাথে মালদ্বীপ প্রবাসী অধিকার পরিষদ সকল প্রবাসীদের কল্যাণের স্বার্থে সার্বিকভাবে কাজ করে যাবেন সেই আশা ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ ৷