মোস্তফা কামাল মিনহাজ হোসেন ইতালি প্রতিনিধি: প্রবাসীরা দেশের অর্থমন্ত্রী, সকলের প্রচেষ্টায় আগামী ২১ বছরে বাংলাদেশ হবে বিশ্বের অন্যতম উন্নত দেশ। অর্থমন্ত্রী মোস্তফা কামাল ইতালি আগমনে আওয়ামীলীগের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী আরও বলেন সবাইকে দেশ প্রেমিক হতে হবে। বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, এবার তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দেশের জন্য আনতে হবে অর্থনৈতিক মুক্তি। ইতালি আওয়ামীলীগের সভাপতি ইদ্রিস ফরাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসান ইকবালের পরিচালনায় বক্তারা প্রবাসীদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে অর্থমন্ত্রী বিমান বন্দরে হয়রানী বন্ধ ও ইতালি থেকে প্রবাসীদের লাশ সম্পূর্ণ বিনা খরচে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন। তবে প্রবাসীদের ওয়েজ আর্নার্জ কল্যাণ বোর্ডের সদস্য হওয়ার অনুরোধ জানান।
এসময় ইতালিস্থ বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদারসহ আওয়ামীলীগ ও সকল অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে অর্থমন্ত্রী মোস্তফা কামালকে আওয়ামীসেচ্ছাসেবকলীগ, যুবলীগ ইতালি শাখা, ইতালি মহিলা আওয়ামীলীগ, ছাত্রলীগ ইতালি শাখা, রোম মহানগর আওয়ামীলীগ, তুসকোলানা আওয়ামীলীগ, লাঙ্গলকোট ফাউন্ডেশন কুমিল্লাসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।