অাখি সীমা কাওসার ও হাকিকুল ইসলাম খোকন, রোম, ইতালি থেকে: পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থানরত এক কোটির বেশি প্রবাসীদের স্বার্থে এবং বাংলাদেশের সার্বিক উন্নয়নে কাজ করবে বলে জানিয়েছেন কানেক্ট বাংলাদেশ’র সদস্যরা। ২৬ অক্টোবর ২০১৮ শনিবার কানেক্ট বাংলাদেশ’র রোম সম্মেলন ২০১৮ এর দ্বিতীয় দিনের অধিবেশনে সংগঠনের নেতারা একথা বলেন।
দ্বিতীয় দিনে সংগঠনের গঠনতন্ত্র ও সাংগঠনিক রূপরেখা নিয়ে উন্মুক্ত আলোচনা ও গঠনতন্ত্র ঘোষণা প্রণয়ন করা হয় । গঠনতন্ত্রের প্রত্যেকটি ধারা উপধারা নিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে সদস্যদের মতামতের ভিত্তিতে আলোচনা শেষে খসড়া চূড়ান্ত করা হয় ।
‘বাংলাদেশের উন্নয়ন ও প্রবাসীদের অধিকার’ এই স্লোগানকে নিয়ে প্রতিষ্ঠিত কানেক্ট বাংলাদেশের গঠনতন্ত্রের উপধারায় বলা হয়েছে- অার্থ-সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনের মধ্য দিয়ে দেশের সার্বিক উন্নয়নের মাধ্যমে একটি আদর্শ ও সমৃদ্ধশালী সোনার বাংলাদেশ গড়ে তোলা। কানেক্ট বাংলাদেশ প্রবাসীদের স্বার্থে কাজ করার পাশাপাশি দেশের উন্নয়নের জন্য বিশেষ ভূমিকা রাখবে বলেও জানানো হয়।
দ্বিতীয় দিনের প্রথম অধিবেশনের সভাপতিত্ব করেন কানাডা প্রবাসী দিলীপ কর্মকার, উপস্থাপনা করেন সুইজার্যলান্ড প্রবাসী কাজী আসাদুজ্জামান।
দ্বিতীয় অধিবেশনে যুক্তরাষ্ট্র প্রবাসী লুত্ফা হাসীন রোজীর সভাপতিত্বে উপস্থাপনা করেন জার্মান প্রবাসী হারুনুর রশিদ।
অধিবেশনে অন্যান্যের মধ্যে মনসুর চৌধুরী, (ফ্রান্স) অ্যাডভোকেট শিব্বির আহমেদ (ইংল্যান্ড), মোহাম্মদ ইলিয়াস মিয়া (কানাডা), নুরুল আমিন (ইংল্যান্ড), ডা. সাইদুর রহমান লস্কর (ইতালি), ডা. গিয়াস উদ্দিন আহমেদ (ইংল্যান্ড), অ্যাডভোকেট আবদুন নূর দুলাল (বাংলাদেশ), সিকদার গিয়াসউদ্দিন (যুক্তরাষ্ট্র), শামসুল হক পাখি (ইতালি), আখি সীমা কাওসার (ইতালি), শাহীন খলিল কাওসার (ইতালি), সিনিয়র সাংবাদিক ও বাপসনিউজ এর এডিটর হাকিকুল ইসলাম খোকন (যুক্তরাষ্ট্র), আবছার হোসাইন (স্পেন), কবি ও কলামিস্ট এবিএম সালেহ উদ্দিন (যুক্তরাষ্ট্র), জাফর আজাদ (ফ্রান্স), শাহ আলম (ইতালি), কবি বাবুল তালুকদার (ইংল্যান্ড), অ্যাডভোকেট রওশন আরা (ইতালি), অ্যাডভোকেট কামরুজ্জামান (ইতালি), কাজী জাকারিয়া (ইতালি), আইটি এক্সপার্ট আবু তাহের (যুক্তরাষ্ট্র), নূরুন্নবী আলী (ইংল্যান্ড) প্রমূখ উপস্থিত ছিলেন।
সম্মেলনের শেষ দিন (আজ ২৭ অক্টোবর) রবিবার সাংগঠনিক আলোচনাসহ স্থানীয় জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।