মো: জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদিআরব প্রতিনিধি: জাতিরজনক বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপন এর সফলতা তখনি আসবে যখন প্রবাসীদের সমস্যা সমাধান ও সুযোগ-সুবিধা বৃদ্ধি পাবে। ৭ মার্চ ২০২০, শনিবার রাতে রিয়াদ আওয়ামী পরিবারের ৭ সংগঠনের উদ্যোগে সংবাদ সম্মেলন স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
আলি নুর ইসলাম রনির সঞ্চালনায় জাতিরজনক বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে যেন প্রবাসী বাংলাদেশিদের সমস্যা সমাধান ও সুযোগ-সুবিধা বৃদ্ধি নিয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সামনে দাবিগুলি উপস্থাপন করেন রিয়াদ আওয়ামী পরিষদের সভাপতি এম আর মাহবুব। প্রবাসীদের শ্রমে ঘামে অর্জিত রেমিট্যান্স প্রেরণের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি উন্নয়নের চাকা সচল রয়েছে। জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা ও জননেত্রী শেখ হাসিনার উন্নত বাংলাদেশ গড়ার জন্য সৌদিআরবে অবস্থানরত প্রায় ২২ লাখ প্রবাসী বাংলাদেশির আয়কৃত রেমিট্যান্স প্রেরণের মধ্য দিয়ে দেশের উন্নয়নে বিরাট ভূমিকা হিসাবে কাজ করছে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ২০২০ সামনে রেখে নিম্নলিখিত দাবিগুলি প্রবাসীদের কল্যাণে অতিসত্বর পূরণ করার জন্য আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে দাবি জানাচ্ছি।
দাবিসমূহ:
১. প্রবাসীদের (ন্যাশনাল আইডি কার্ড) দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণ করার দাবি জানাচ্ছি, কেননা বাংলাদেশে যেকোন সরকারি কাজ করার জন্য বর্তমানে এই আইডি কার্ড জরুরিভাবে আবশ্যক।
২. মৃত প্রবাসী পরিবারকে প্রবাসী কল্যাণ ফান্ড থেকে সরকারিভাবে মাত্র ৩ লক্ষ ৩৬ হাজার টাকা অনুদান দেওয়া হয়, যা বর্তমান সময়ে খুবই সামান্য, এটি বৃদ্ধি করে ১০ লক্ষ টাকা করার দাবি জানাচ্ছি।
০৩.সকল প্রবাসীর রেমিট্যান্স প্রেরণের উপর ভিত্তি করে প্রবাসী পেনশন স্কীম চালু করার দাবি জানাচ্ছি।
০৪. প্রবাসীর স্বাস্থ্যবীমা (মেডিকেল ইন্সুইরেন্স) নিশ্চিত করে প্রবাসে এবং দেশে স্বল্প খরচে ভালোমানের হাসপাতালে চিকিৎসা নেয়ার ব্যবস্থা করতে হবে।
০৫. দেশে সরকারিভাবে প্রতিটি জেলায় এবং উপজেলায় প্রবাসী হাসপাতাল করার দাবি জানাচ্ছি। যেন প্রবাসী পরিবার সাস্থ্যসেবা নিতে পারেন।
০৬. প্রবাস থেকে দেশে ফেরত কর্মীদের স্বল্প সময়ের মধ্যে পুনর্বাসনের ব্যবস্থা করার দাবি জানাচ্ছি।
০৭. নারী কর্মীদের বিদেশে প্রেরণের জন্য এজেন্সিগুলি নির্ধারিত বয়স ও তাদের যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে কিনা অভিজ্ঞ, সৎ অফিসার দিয়ে তদারকি করা, গাফিলতি থাকলে এজেন্সির বিরুদ্ধে জরুরি ব্যবস্থা নেয়া।
০৮. প্রবাসে অসহায় নারী শ্রমিকদের জন্য দূতাবাসের আশ্রয় কেন্দ্রে সুযোগ-সুবিধা বৃদ্ধি করে, তাদের অল্প সময়ের মধ্যে দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা।
০৯. প্রবাসী শ্রমিকদের মরদেহ দেশে প্রেরণের ক্ষেত্রে সরকারিভাবে দূতাবাসের মাধ্যমে তাৎক্ষনিক ব্যবস্থা করার দাবি জানাচ্ছি।
১০. প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য দূতাবাসের আইনী পরামর্শ ও সহায়তা কার্যক্রমের পরিধি বৃদ্ধি করা।
১১. পাসপোর্ট নবায়ণ করার জন্য আগের মত কন্সুলেট সেবা চালু করা, প্রবাসী সেবা কেন্দ্রগুলির সেবার মান বাড়ানোর ব্যাপারে দূতাবাসের অফিসারদের দিয়ে দৈনিক মনিটরিং করা।
১২. প্রবাস ফেরত পরিবারের সন্তানদের দেশের ভালো শিক্ষা প্রতিষ্ঠানে প্রবাসী কোটা ভিত্তিক ভর্তির সুযোগ প্রদান।
১৩. বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী প্রবাসীদের জন্য ওয়ানস্টপ সার্ভিস চালু করা।
১৪. বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধ করা।
১৫. বাংলাদেশ বিমানের টিকেট ও লাগেজ সিন্ডিকেটদের মাধ্যমে প্রবাসী যাত্রি হয়রানি বন্ধ করতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা।
১৬. দুদক এর অনুসন্ধানে প্রমাণিত একজন দুর্নীতিবাজ হিসাবে চিহ্নিত রিয়াদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ম্যানেজার আমিনুল হক ভূঁইয়াকে দ্রুত সময়ের মধ্যে বরখাস্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
১৭. সৌদি আরবের প্রবাসী বাংলাদেশি স্কুল গুলির জমি ক্রয় করে দ্রুত সময়ের মধ্যে নিজস্ব ভবনে শিক্ষা কার্যক্রম চালু করার দাবি জানাচ্ছি।
১৮. বাংলাদেশে সরকারি ইপিজেড গুলিতে প্রবাসীদের ব্যবসা করার সুবিধা প্রদানের মাধ্যমে বিনিয়োগ করার ব্যবস্থা করা।
উপরোক্ত বিষয় গুলি জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ২০২০ এর মধ্যে বাস্তবায়ণের ব্যবস্থা গ্রহণ করে প্রবাসীদের কল্যাণে সরকারের সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করছি।
দাবি উপস্থাপন করার পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এম আর মাহবুব বলেন, আমরা এই দাবিগুলি দূতাবাসের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পৌঁছাতে চাই। এবং আমরা রিয়াদ আওয়ামী পরিবারের ৭ সংগঠনের নেতৃবৃন্দরা দেশে গিয়ে প্রধানমন্ত্রীর কাছেও উপস্থাপন করবো।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী পরিষদ, বঙ্গবন্ধু পরিষদ, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, রিয়াদ আওয়ামী যুবলীগ, মহানগর স্বেচ্ছাসেবকলীগ, জাতীয় শ্রমিকলীগ, সৌদি আরব পূর্বাঞ্চল কৃষক লীগের নেতাকর্মীরা।
সবশেষে রিয়াদ আওয়ামী পরিষদের নতুন কমিটির প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জয় বাংলা স্লোগান এর মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে নেতা কর্মীদের সাথে কেক কাটা হয়।