মো: জাহাঙ্গীর আলম হৃদয় রিয়াদ, সৌদিআরব প্রতিনিধি: প্রবাসী বাংলাদেশিদের বলছি – করোনায় সাস্থ্য ঝুঁকি থেকে বাঁচি, দ্রুত সাস্থ্যসেবা নিতে ঢাকা মেডিকেল সেন্টারে আসি- এই প্রতিপাদ্য কে সামনে রেখে রিয়াদ বাথা একমাত্র বাংলাদেশি সাস্থ্যসেবা প্রতিষ্ঠান ঢাকা মেডিকেল সেন্টারের পক্ষ থেকে প্রবাসীদের যেকোনো ধরনের অনলাইন সেবা দেয়ার লক্ষে হ্যালো ডাক্তার নামে সেবা চালু করা হয়েছে। এখন থেকে আপনি ঘরে বসেই ৯৯৭ নাম্বারে কল করে ডাক্তারের পরামর্শ ও হাসপাতালে চিকিৎসা নেয়ার আগে এপয়েন্টমেন্ট নিতে পারবেন- ঢাকা মেডিকেল সেন্টারের পেসেন্ট ও পাবলিক রিলেশন অফিসার মো: জাহাঙ্গীর আলম হৃদয় এর গ্রন্থনা, পরিকল্পনা ও উপস্থাপনায় ফেইসবুক লাইভে প্রবাসী বাংলাদেশিরা অনুষ্ঠানে অংশ নিতে পারবেন, হ্যালো ডাক্তার অনুষ্ঠানে উপস্থিত ডাক্তারদের সাস্থ্যসেবা নিয়ে প্রশ্ন করতে পারবেন অথবা যে কোন সময় ০৫৩৭০৪৪৪৪৬ এই হোয়াট অ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন। আপনাদের পাঠানো প্রশ্ন গুলির উত্তর আমাদের ডাক্তাররা দিবেন।
স্থানীয় ডাক্তারা বলেন সর্দি, কাশি এটি আবহাওয়া পরিবর্তন জনিত সমস্যা হলেও হয় এতে আতংকিত হবার কিছু নেই, তবে যদি এই গুলির মাত্রা বেড়ে যায় বা আপনি শারীরিক ভাবে অসস্তি বোধ করছেন তাহলে দ্রুত ঢাকা মেডিকেল সেন্টার অথবা নিকটস্থ হাসপাতালে গিয়ে ডাক্তারের পরামর্শ গ্রহন করবেন। করোনায় আতংকিত না হয়ে সবাই সচেতন হই।
হ্যালো ডাক্তার অনুষ্ঠানের বিষয়ে ঢাকা মেডিকেল সেন্টারের চেয়ারম্যান মো: মনিরুল ইসলাম বলেন- স্বাধীনতার ৪৯ বছর পরে মানবিক চিন্তা থেকে কিছু সংখ্যক প্রবাসীদের আন্তরিকতার ফলে সৌদি আরব রিয়াদ বাথায় বাংলাদেশিদের জন্য ঢাকা মেডিকেল সেন্টার প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে। আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখুন সেই দোয়া করি।

হাসপাতালের ব্যাস্থাপনা পরিচালক- মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন- বলেন আমি শুরুতেই ঢাকা মেডিকেল সেন্টারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। দোয়া করি মহান আল্লাহ সবাইকে হেফাজত করুন এবং সুস্থ ও নেক হায়াত দান করুন। তিনি আরও বলেন, আপনারা জানেন স্বাধীনতার দীর্ঘ ৪৯ বছর পরে প্রবাসের মাটিতে দেশীয় একমাত্র সাস্থ্যসেবা কেন্দ্র রিয়াদ বাথা ঢাকা মেডিকেল সেন্টার, গত ২০১৬ সালের ১৬ জুন এই সেবা কেন্দ্র চালু হয়। ২,০১৬ সালে ৯,৮৮০ জন, ২০১৭ সালে- ৪৯, ৯৯৪ জন, ২০১৮ সালে- ৫৪,৭৫২ জন, ২০১৯ সালে- ৭৪, ৩৭৯ জন এবং ২০২০ সালের ২২ মার্চ পর্যন্ত ২১,০৩৬ জন রোগী কে সেবা দেয়া হয়েছে।
২০১৬ থেকে ২০২০ সালের ২২ মার্চ পর্যন্ত ঢাকা মেডিকেল সেন্টারের পক্ষ থেকে প্রায় দুই লক্ষ দশ হাজার জন প্রবাসীদের সাস্থ্যসেবা দিতে সক্ষম হয়েছে। এই প্রাপ্তি আমাদের একার নয়, এ প্রাপ্তি সকল প্রবাসীদের, সকলের আন্তরিকতা, সহযোগিতা ছিলো বলেই তা সম্ভব হয়েছে। আগামীতেও বাংলাদেশি প্রতিষ্ঠান ঢাকা মেডিকেল সেন্টারকে এগিয়ে নিতে আপনাদের আন্তরিক পরামর্শ ও সহযোগিতা কামনা করছি। প্রবাসীদের সাস্থ্যসেবা দেয়ার লক্ষে কতৃপক্ষ, কর্মকর্তা, কর্মচারীরা সদা প্রস্তুত রয়েছে। ।
বিশ্ব জুড়ে করোনা আতংকে থাকা মহান আল্লাহ সবাইকে হেফাজত করুন।
অর্থ পরিচালক মাওলানা সফিউল্লাহ বলেন –
প্রবাসীদের সেবা দিতে আমরা তৈরি আছি, বর্তমান বিশ্ব জুড়ে করোনা ভাইরাস আতংকে পৃথিবীর সবাই আতংকিত। আমি বলবো আতংকিত না হয়ে মহান আল্লাহর রহমতের জন্য দোয়া চান, আল্লাহ পাক অবশ্যই তার বান্দাদের হেফাজত করবেন। আর প্রবাসী বাংলাদেশি ভাইদের বলবো আতংকিত না হয়ে সচেতন হন, মুখে মাক্স, হ্যান্ড স্যানিটাইজার ব্যাবহার করুন। পরিস্কার পরিচ্ছন্ন থাকুন, আপনাদের যেকোনো সাস্থ্যসেবার জন্য ৯৯৭ কল করুন ইনশাআল্লাহ আমরা চেস্টা করবো আপনাদের সেবা দিতে। মহান আল্লাহ সবাইকে হেফাজত করুন এবং সুস্থ ও নেক হায়াত দান করুন- আমিন।
সৌদি আরব রিয়াদ প্রবাসের মাটিতে বাংলাদেশি সাস্থ্যসেবা প্রতিষ্ঠানটি যাদের আন্তরিকতার কারণে রাত দিন সেবা দিতে সক্ষম হচ্ছে তারা হলেন-
1)Munirul Islam- Charman
2)Fazle Rabbi. -vice chairmen
3)Abdullah al mamun -Managing Director
4)Sakwat Hossain Arman -D.M.D
5)Sofiullah. -Finance Director
6)Sofiq saimum- Director of admin
7)Akhter Hossain -Director of marketing
8)Jakir Hossain -Marketing
9)Hasan Sekh – public relation
10)Abdul Wahid – Director of inter communication
11)Saiful Islam – international relations director
প্রবাসের মাঝে প্রবাসী বেশির ভাগ শ্রমিক ঝুকিপূর্ণ কাজ করে থাকে, অনেক সময় তাদের হাত, পা কেটে যায় বা অনেকেই বিল্ডিং এ কাজ করতে গিয়ে পড়ে যায় তারা অন্য বেসরকারি হাসপাতালে যে সেবা গুলি পায়না, সে সকল সেবা গুলি আমরা দিয়ে থাকি – অনেক প্রবাসী বাংলাদেশি শ্রমিকের কোন কিছুই নেই তার জরুরি সাস্থ্যসেবা দরকার শুধু কেবল বাংলাদেশি বলেই তাকে প্রাথমিক সেবা দিয়ে থাকি, কারণ ঢাকা মেডিকেল সেন্টার বাংলাদেশি প্রতিষ্ঠান।
রিয়াদ বাংলাদেশ দূতাবাস সহ প্রবাসী বাংলাদেশি কমিউনিটির রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা নিয়েই আমাদের পথচলা, স্বাধীনতার দীর্ঘ ৪৯ বছর পরে হলেও প্রবাসের বুকে একমাত্র বাংলাদেশি সাস্থ্যসেবা প্রতিষ্ঠান ঢাকা মেডিকেল সেন্টার যাত্রা শুরু করেছে। যা অতিতে ছিলো না।
আজ বিশ্ব জুড়ে করোনা ভাইরাস এর মধ্যেও প্রবাসী বাংলাদেশিদের আতংকিত না হয়ে সচেতনতার সাথে যেকোনো সাস্থ্যসেবা দেয়া হচ্ছে, সৌদি আরব সরকারের আইন মেনেই চলছে সেবা। আসুন সবাই সচেতন হই, ঘরে থাকি, নিরাপদে থাকি, বিনা প্রয়োজনে যেনো কেউ বাহিরে না যাই। মহান আল্লাহ সবাইকে হেফাজত করুন এবং সুস্থ ও নেক হায়াত দান করুক – আমিন।
লেখক: সাংবাদিক, নাট্যকার, টিভি ব্যাক্তিত্ব, কবি, লেখক
প্রতিষ্ঠাতা সভাপতি- রিয়াদ বাংলাদেশ থিয়েটার।
পেসেন্ট ও পাবলিক রিলেশন অফিসার
ঢাকা মেডিকেল সেন্টার- DMC,বাথা, রিয়াদ
মার্কেটিং ডিরেক্টর- প্রবাসী সেবা কেন্দ্র- EDC- বাথা, রিয়াদ
সৌদি আরব।