আ হ জুবেদ: প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। প্রধানমন্ত্রী আমাকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন, আমিও আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো প্রবাসীদের সেবা করার। জালালাবাদ অ্যাসোসিয়েশন ঢাকার মতবিনিময় সভায় যোগ দিয়ে এসব কথা বলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি।
প্রবাসীরা অভাব-অভিযোগ বা সমস্যার কথা জানাতে সরাসরি যোগাযোগের অনুরোধ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী। জালালাবাদবাসীর উদ্দেশ্যে প্রদত্ত বক্তৃতায় মন্ত্রী আরো বলেন, আমি নিজেও প্রবাসী ছিলাম, তাই প্রবাসীদের দুঃখকষ্ট আমি বুঝি। যে কোন অভাব-অভিযোগ বা সমস্যা যেটা জরুরি ভিত্তিতে সমাধান দরকার, সেটা প্রয়োজনে সরাসরি আমার কাছে দিন, আমি যথাসাধ্য চেষ্টা করবো তা সমাধানের।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকায় বসবাসরত বৃহত্তর সিলেটবাসীর সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশনে প্রবাসী কল্যাণ ডেস্ক চালু এবং মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলছিলেন প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। কাওরানবাজারস্থ জালালাবাদ ভবনে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সি এম কয়েস সামি।
জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন চৌধুরী ও যুগ্ম সাধারণ সম্পাদক ফাহিমা চৌধুরী মনির যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রবাসী কল্যাণ উপ-কমিটির চেয়ারম্যান ইশতিয়াক আহমদ চৌধুরী। ধন্যবাদ জ্ঞাপন করেন প্রবাসী কল্যাণ উপ-কমিটির সদস্য এম এস সেকিল চৌধুরী। মূল প্রবন্ধ পাঠ করেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পরিচালক শোয়াইব আহমদ খান। এছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি সৈয়দ জগলুল পাশা, ইঞ্জিনিয়ার আজিজুর রহমান ও আকবর হোসেন মঞ্জু।
অনুষ্ঠানে ছিলেন প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো: মজিবর রহমান, সাবেক শ্রম সচিব মো. এহছানে এলাহী, সাবেক অতিরিক্ত সচিব জালাল আহমেদ, বনমালী ভৌমিক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ চৌধুরী, প্রবাসী উপ-কমিটির সদস্য সচিব শফিকুল ইসলাম সজলসহ জালালাবাদ অঞ্চলের গণ্যমান্য ব্যক্তিবর্গ, এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি, ভবন ট্রাস্ট ও শিক্ষা ট্রাস্ট কমিটির সদস্যবৃন্দ।
প্রবাসী উপ-কমিটির পক্ষ হতে জালালাবাদ অঞ্চলের প্রবাসীদের বিভিন্ন দাবি উপস্থাপন করা হয়। এর মধ্যে সিলেট বিভাগে পর্যাপ্ত সংখ্যক প্রবাসী কল্যাণ ব্যাংকের শাখা স্থাপন, কমংস্থানের উদ্দেশ্যে বিদেশে যাওয়ার সময় প্রবাসীদের যে সকল অফিস থেকে আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হয় যেমন: জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, প্রবাসী কল্যাণ ব্যাংক, টিটিসিসমূহের অফিস পাশাপাশি স্থাপনের দাবি জানানো হয়।
এছাড়াও জালালাবাদ অ্যাসোসিয়েশন ঢাকার আয়োজনে প্রবাসী কল্যাণ বিষয়ক মতবিনিময় সভায় প্রবাসী স্বজন ফাউন্ডেশন বাংলাদেশের “প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট”১২ দফার স্মারকলিপি
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি এর হাতে তুলে দেওয়া হয়।
প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট ১২ দফা দাবি উপস্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, প্রবাসী স্বজন ফাউন্ডেশন বাংলাদেশের উপদেষ্টা মুরাদুল হক চৌধুরী, আ হ জুবেদ, টি এইচ এম জাহাঙ্গীর, আনহার সমশাদ, সভাপতি অ্যাডভোকেট নুরুল ইসলাম শেফুল, এস এম মেহেদী হাসানসহ অনেকে।