হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: মানবতার সেবায় উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রবাসের কতিপয় হৃদয়বান ব্যক্তি। যাদের অর্থ সহায়তায় বাংলাদেশের হতদরিদ্র তিনটি পরিবারের মুখে আজ হাঁসি ফুটেছে, পরিবার তিনটি হলো লালমনিরহাট জেলার বিশিষ্ট গীতিকার, সুরকার প্রয়াত বরীন্দ্রনাথ মিশ্রের একমাত্র পুত্র প্রয়াত দিলীপ মিশ্রের অসহায় তিনটি শিশু সন্তান, বিধবা স্ত্রী, বিধবা মাতা, সৈয়দপুরের কন্যা দায়গ্রস্থ পিতা আলতাফ হোসেন এবং নীলফামারী জেলার অসহায় কণ্ঠশিল্পী অতুল চন্দ্র রায়।
এ লক্ষ্যে ২১ ২০২১, মে বিকাল ৩টায় বাংলাদেশ ভাওয়াইয়া একাডেমি উলিপুর কুড়িগ্রাম মিলনায়তনে অসহায় পরিবারগুলোকে সাহায্য প্রদান করা হয়। ভাওয়াইয়ার জীবন্ত কিংবদন্তী ভূপতি ভূষণ বর্মার তত্ত্বাবধানে ও বিশিষ্ট সাংবাদিক ইউসুফ আলমগীরের সঞ্চালনে অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন রংপুর বেতারের বিশিষ্ট গীতিকার, সুরকার ও গবেষক খন্দকার মোহাম্মদ আলী সম্রাট। প্রবাসীদের ভালবাসায় সিক্ত হয়ে অনুষ্ঠানে বক্তব্য রাখেন গীতিকার অনন্ত কুমার দেব, লোক সংস্কৃতি গবেষক ড. এরশাদুল হক, গীতিকার বিষাদ চন্দ্র বর্মন, গিদালের আখড়ার পরিচালক ও রংপুর বেতারের সংগীত পরিচালক মিনহাজ উদ্দিন আজাদ, কণ্ঠশিল্পী নাজমুল হুদা, মানবাধিকার নেত্রী ফাল্গুনী তরফদার, দিলীপ মিশ্রের সহধর্মিনী প্রিয়াংকা মিশ্র, সমশের আলী প্রধান একাডেমীর সভাপতি এস এম নজরুল, শাহিদুজ্জামান লাভলু, মানবেন্দ রায়, গোলাম মোস্তফা, অতুল চন্দ্র রায়, আনিসুর রহমান, শ্যামল চন্দ্র, আশরাফ হোসেন প্রমুখ।
আলোচনা পর্ব শেষে পরিবার তিনটির হাতে নগদ অর্থ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও অতিথিবৃন্দ। একাডেমির সভাপতি এন্তাজ আলী উপস্থিত সকলকে এবং এই মহিতী উদ্যোগ গ্রহণের জন্য প্রবাসী সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। অনুষ্ঠানের শেষে উপস্থিত সবাইকে ভূনা খিচুড়ী দিয়ে আপ্যায়ন কর হয়।