প্রবাস মেলা ডেস্ক: প্রবাসীদের ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড, ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড এবং ইউএস ডলার প্রিমিয়ার বন্ড বিক্রয় কার্যক্রম জোরদার করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশে ব্যাংকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৮ জানুয়ারি ২০১৯ বাংলাদেশ ব্যাংকের গর্ভনর জনাব ফজলে কবিরের সভাপতিত্বে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এনআরবি সিআইপি এসোসিয়েশন অব বাংলাদেশের পক্ষে চেয়ারম্যান ও এনআরবি ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, আল হারামাইন পারফিউম গ্রুপের সভাপতি মো: মোহাম্মদ মাহতাবুর রহমান (নাসির) সিআইপি, ব্যাংকিং রিফর্ম এ্যাডভাইজার জনাব এস কে সুর সহ ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে রেমিটেন্স প্রেরণকারী প্রবাসীদের সংগঠন এনআরবি সিআইপি এসোসিয়েশন প্রবাসী বিনিয়োগকারীদের অনুকূলে নতুন বন্ড ইস্যু এবং মেয়াদপূর্তিতে পুনঃবিনিয়োগ সুযোগ-সহ অন্যান্য সেবার ক্ষেত্রে ব্যাংকসমূহ অসহযোগিতা করছে বলে অভিযোগ তুলে। যার ফলে কিছু ব্যাংক মজুরি বন্ড প্রদান ও পুনর্নবীকরণ না করায় বিদেশে বসবাসকারী বাংলাদেশিদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়।
এই অবস্থায় প্রবাসীদের কষ্টার্জিত অর্থ দেশে বিনিয়োগ এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধির লক্ষে ৩ ধরণের বন্ড ১. ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড ২. ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড এবং ৩. ইউএস ডলার প্রিমিয়ার বন্ড বিক্রয় ও অন্যান্য কার্যক্রমে প্রযোজ্য বিধি-বিধান বন্ড রুলস সহ বিনিয়োগকারীদের বন্ড ক্রয়, সুদ পরিশোধ ও মেয়াদপূর্তিতে পুনঃবিনিয়োগসহ নকল সহযোগিতা কার্যক্রম জোরদার করার জন্য সকল ব্যাংকসমূহকে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে পরামর্শ দেয়া হয়েছে।