হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: ৭ এপ্রিল বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. একে আব্দুল মোমেন, এমপি যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে যুক্তরাষ্ট্র প্রবাসী ও আওয়ামীলীগ পরিবারের উদ্যোগে এক বিশাল সংবর্ধনার আয়োজন করা হয় । যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের উপদেষ্টা ড. প্রদীপ রঞ্জন করের সভাপতিত্বে এবং সাবেক ছাত্রনেতা যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের জনসংযোগ সম্পাদক কাজী কয়েছ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
বিপুল সংখ্যক প্রবাসী ও আওয়ামীলীগ নেতাকর্মী, জাতীয় পাটি, জাসদ, কমিউনিটির বিশিষ্ট ব্যাক্তিবগের উপস্থিতিতে সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের জীবন ইতিহাস সারাংশ তুলে ধরা হয় এবং তার ৩৭ বছর বিশ্বের বিভিন্ন দেশে পেশাগত দায়িত্ব ও কর্মকাণ্ড বিশেষকরে জাতিসংঘের বাংলাদেশ মিশনে স্থায়ী প্রতিনিধি হিসাবে তিনিই দায়িত্ব পালনকালে দেশের সম্মান উঁচু স্থানে নিয়ে যাওয়ায় বিশেষভাবে প্রশংসিত হয়।
সংবর্ধনা সভায় ড. একে আব্দুল মোমেন তার বক্তব্যে সরকারের বিভিন্ন সফলতা ও বাংলাদেশের বিশ্বয়কর উন্নয়নের কথা উল্লেখ করেন। এছাড়া বিগত নির্বাচনে প্রবাস থেকে তাকে সমর্থন ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। বাংলাদেশ বিমানের নিউইয়র্ক চলাচলে কিছু জটিলতার কথা বলে উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে কাজ চলছে, নতুন ৬টি বিমান বহরে যোগ হচ্ছে , তিনি আশা ব্যক্ত করেন খুব শীঘ্রই নিউইয়ক রুট চালু হবে। জাতীয় পরিচয় পত্র বিভিন্ন দেশে কনস্যুলেটের মাধ্যমে প্রদানের ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে জননেত্রী শেখ হাসিনার নেত্বতে ২০২১ ও ২০৪১ এ লক্ষ্য অর্জনের কাজ এগিয়ে চলছে । দেশে বিনিয়োগের উওম পরিবেশ বিধায় তিনি প্রবাসীদের দেশে বিনিয়োগের আহবান জানান ।
সংবর্ধনা সভায় যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি সৈয়দ বসারত আলীসহ অন্যান্যরা যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সাংগঠনিক কিছু বিষয় পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনকে অবহিত করান এবং জননেত্রী শেখ হাসিনার দৃষ্টিতে আনার আহবান জানানো হয়।সংবর্ধনা সভায় বিশেষ ব্যক্তিদের মধ্যে উপস্থিত জাতিসংঘের বাংলাদেশ মিশনে স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন, নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন্নেছা , ডাঃ জিয়া উদ্দি আহমদ, সাংবাদিক সৈয়দমোহাম্মদ উল্লাহ, ঠিকানার সম্পাদক ফজলুর রহমান, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ উপদেষ্টা ড. খন্দকার মনসুর, সাংবাদিক হাঁকিকুল ইসলাম খোকন, তোফায়েল আহমদ চৌধূরী, সাইফুল ইসলাম রহিম, সম্পাদক মণ্ডলীর আব্দুর রহিম বাদশাহ , শাহ মোঃ বখতিয়ার , প্রমুখ।