প্রবাস মেলা ডেস্ক: দেশের অর্থনীতির চাকা সচল রাখার কারিগর প্রবাসীদেরকে ‘ডলার সৈনিক’ হিসেবে উপাধি দেওয়ার জন্য আবারও দাবি করেছেন বিশিষ্ট ব্যবসায়ী লায়ন মো: জুনাব আলী (পিএমজেএফ)। ৫ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার প্রবাস মেলা’র ৫ম বর্ষে পদার্পণ উদযাপন অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা জানাতে এসে মানবদরদী এই ব্যবসায়ী এ দাবি তুলেন।
ইমরান গ্রুপের চেয়ারম্যান লায়ন মো. জুনাব আলী (পিএমজেএফ) বলেন, প্রবাসীরা একটি ডলারের জন্য বিদেশে অক্লান্ত পরিশ্রম করে। গোটা পৃথিবীব্যাপী ছড়িয়ে থাকা প্রবাসীদের এই পরিশ্রম অর্জিত ডলারের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের অর্থনীতির চাকা সচল থাকে। এজন্য প্রবাসীদের ‘ডলার সৈনিক’ নামে উপাধি দেয়ার জোরালো দাবি জানাচ্ছি।
প্রবাসীরা যাতে এয়ারপোর্টে নানাবিধ হয়রানির শিকার না হন তা নিশ্চিত করার জন্যও তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিশেষ দৃষ্টি আকর্ষণ করেন এবং তাদের ‘ডলার সৈনিক নামে বিশেষ কার্ড’ দেয়ারও তিনি জোর দাবি জানান। যাতে তারা এবং তাদের সন্তানেরা উক্ত কার্ড প্রদর্শন করে নানাবিধ সুযোগ-সুবিধা ভোগ করতে পারে।
এছাড়াও তিনি বলেন, আমরা পুরো জাতি বিষ এবং ভেজালযুক্ত খাবার খেয়ে অসুস্থ হয়ে যাচ্ছি। বিষ এবং ভেজালমুক্ত খাবার নিশ্চিত করার জন্য তিনি সরকারের কাছে জোর দাবি জানান। এ বিষয়গুলো দ্রুততার সাথে বাস্তবায়ন করার জন্য বিশিষ্ট এ ব্যবসায়ী সরকারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তড়িত ব্যবস্থা নেয়ার অনুরোধ করেন।
প্রবাস মেলা’র ৫ম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে লায়ন জুনাব আলী বলেন, প্রবাস মেলা প্রবাসী বাংলাদেশিদের কথা বলে, প্রবাস মেলা প্রবাসীদের একমাত্র কণ্ঠস্বর। আমি প্রবাস মেলা’র উত্তরোত্তরে সাফল্য কামনা করছি।