খলিল চৌধুরী, জেদ্দা, সৌদিআরব: প্রবাসীদের কল্যাণে পবিত্র মসজিদুল হেরাম ঘিরে কা’বা তাওয়াফ করলেন দক্ষিণ চট্টগ্রামের সবচেয়ে পরিচিতি সামাজিক কল্যাণমুখী সংগঠন লোহাগাড়া তরুণ ঐক্য ফোরাম।
কা’বা তাওয়াফ শেষে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ (সঃ) প্রিয় জন্মভূমি-উন্নত বিশ্বের প্রথম সারির দেশ মধ্যপ্রাচ্য সৌদি আরবে দেশের সূর্য সন্তান প্রবাসীদের ইতিহাসের সবচেয়ে দূরঅবস্থা চলছে বর্তমান সময়ে।
এ নিয়ে ৫-অক্টোবর দিবাগত রাত দু’টার সময় পবিত্র কা’বা তাওয়াফ করেন, পরে হেরামের মাঠে প্রবাস নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়। লোহাগাড়া তরুণ ঐক্য ফোরাম প্রবাসী মক্কা শাখার আহবায়ক চৌধুরীর সভাপতিত্বে যুগ্ম-আহবায়ক নুরুল আমিনের সঞ্চলনায় স্বগত বক্তব্য রাখেন লোহাগাড়া তরুণ ঐক্য ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি তারেক আজিজ চৌধুরী। প্রবাস নিয়ে এ আলোচনায় অংশ নেন- ডায়মন্ড প্রবাসী গ্রুপের এমডি-সংগঠনের আজীবন উপদেষ্টা আলহাজ্ব আব্বাস উদ্দিন, মিলেনিয়াম টিভি ও প্রবাস মেলা জেদ্দা-সৌদিআরব প্রতিনিধি-সংগঠনের আজীবন উপদেষ্টা সাংবাদিক খলিল চৌধুরী, ছাফা টাওয়ারের ব্যবসায়ী-সংগঠনের আজীবন উপদেষ্টা হাফেজ মুহাম্মদ শহিদুল্লাহ শিবলী, ফোরামের প্রবাসী মক্কা শাখার যুগ্ম-আহবায়ক কামাল উদ্দিন কামাল, সদস্য দেলোয়ার হোসেন ও সাইফুল ইসলাম প্রমুখ।
তাওয়াফ ও সংক্ষিপ্ত আলোচনা শেষে দেশের সূর্য সন্তান সকল প্রবাসী ভাই-বোন ও দেশের কল্যাণে দোয়া চেয়ে মোনাজাত করেন হাফেজ মুহাম্মদ শহিদুল্লাহ শিবলী।