ক.ম জামাল উদ্দীন, সৌদিআরব প্রতিনিধি: সৌদি সরকার আজ প্রায় ৭০ বিলিয়ন রিয়ালের প্রণোদনার ঘোষণা দিয়েছে। চলমান করোনা ভাইরাস এর প্রেক্ষাপটে দেশটির বিভিন্ন সেক্টরে অর্থনৈতিকভাবে ক্ষতি হওয়ার কারণে এই প্রণোদনা ঘোষণা করেন।
যা দেশটির বাংলাদেশ দূতাবাস এর কর্মকর্তা মামনুর রশিদ দেশটির সৌদি প্রেস এজেন্সীর (এসপিএ) বরাত দিয়ে তিনি জানান।
তিনি আরও বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ ও ভবিষ্যতে সম্ভ্যাব্য ক্ষতির হিসেব করে এই লক্ষে করণীয় নির্ধারণ করতে এক মন্ত্রী পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। ১৮টি মন্ত্রণালয় ও কর্তৃপক্ষ প্রতিদিন এ বিষয়ে করণীয় নির্ধারণ করবে।
এছাড়াও এই মুহুর্তে বেশ কিছু ছাড়ের ঘোষণা দেয়া হয়েছে।
তন্মধ্যে উল্লেখযোগ্য হলো:
* ব্যবসা প্রতিষ্ঠানসমূহের মিউনিসিপালিটি কর আগামী তিন মাসের জন্য মওকুফ করা।
* আগামী তিন মাসের জন্য আমদানি পণ্যের উপর শুল্ক মওকুফ করা।
* তিন মাসের জন্য ব্যবসায়ীদের আয়কর ও ভ্যাট প্রদান মওকুফ।
* এসএমই খাতে আর্থিক প্রণোদনা প্রদান করা।
* যে সমস্ত কোম্পানির কর্মীদের ইকামার মেয়াদ এক্সপায়ার হয়ে গেছে তাদের ইকামার ফি মেয়াদ শেষ হওয়ার পর হতে ৩০ জুন ২০২০ পর্যন্ত মওকুফ করা এবং কফিল তা ৩০ জুন পর্যন্ত মেয়াদ বৃদ্ধির আবেদন করার মধ্য দিয়ে করতে পারবে।
* বিভিন্ন ফি না দেয়ার কারনে কোম্পানির আইডির সার্ভিস/ খেদমাত বন্ধ হয়ে যাওয়া সার্ভিস পুণরায় ওপেন করে দেয়া হবে।
* যে সমস্ত কর্মীদের এক্সিট রি এন্ট্রি ভিসা দেয়ার পরও এই করোনার কারণে যারা যেতে পারেনি তাদের জন্য আরো তিন মাসের এক্সিট রি এন্ট্রি ভিসা প্রদান করা হবে বিনা ফি তে।
* নতুন কর্মী আনয়ণের জন্য ভিসা উত্তোলন করে থাকলে এবং করোনার কারণে কর্মী না নিয়ে আনতে পারলে প্রদত্ত ভিসা ফি ফেরত নিতে পারবে ।
* ভিসা স্টাম্প হয়ে থাকার পরও কর্মী আসতে না পারলে তাদের পুনরায় বিনা ফি তে ভিসা স্টাম্পিং করার সুযোগ দেয়া হবে।