রোটারিয়ান জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদিআরব প্রতিনিধি: প্রবাসীদের কল্যাণে কাজ করার লক্ষেই ২০১৭ সালের ২৩ নভেম্বর রিয়াদ বাংলাদেশ দূতাবাসের বাস্তবায়ণ ও আল মামল জেনারেল সার্ভিস কোম্পানির প্রবাসী সেবা কেন্দ্রের মতবিনিময় সভা রিয়াদ হোটেল প্যালেসে অনুষ্ঠিত হয়েছে। সাবেক রাষ্ট্রদূত গোলাম মসীহ এর সভাপতিত্বে- অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিরেক্টর জেনারেল তারিকুল ইসলাম, প্রধানমন্ত্রী কার্যালয়ের এক্সসেস টু ইনফরমেশন (A2I) এর জয়েন্ট সেক্রেটারি মোস্তাফিজুর রহমান, ডিপুটি সেক্রেটারি সাহেদা সুলতানা, আল মামল কোম্পানির চেয়ারম্যান সৌদি নাগরিক ইউসুফ বীন আবদুল্লাহ আল মাসাহির সহ দায়িত্বশীল ব্যক্তিদের উপস্থিতিতে রিয়াদ প্রবাসী সেবা কেন্দ্র- এটু আই-ইডিসি যাত্রা শুরু করে।
রিয়াদ বাংলাদেশ দূতাবাসের মিনিষ্টার ও কার্যালয় প্রধান ডক্টর ফরিদ উদ্দিন আহমদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রিয়াদ বাংলাদেশ দূতাবাসের মিশন উপ প্রধান ডক্টর মো: নজরুল ইসলাম, ইকোনমিক মিনিষ্টার ডক্টর আবুল হাসান, শ্রম কাউন্সিলর সারোয়ার আলম, ভিসা ও পাসপোর্ট কাউন্সিলর কাজী নুরুল ইসলাম, প্রথম সচিব মোহাম্মদ বশির, প্রেসসচিব মো: ফখরুল ইসলাম সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।
সভায় বক্তারা বলেন, প্রবাসী সেবা কেন্দ্রের মাধ্যমে যাতে করে প্রবাসী বাংলাদেশিরা দ্রুত সময়ে পাসপোর্ট রিইস্যু, রি-নিউ সহ যাবতীয় সরকারি সেবাগুলি পেতে পারে সেই লক্ষেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার রিয়াদ বাংলাদেশ দূতাবাসের বাস্তবায়ণ ও তদারকিতে এই অফিসগুলি কাজ করবে।
প্রবাসী বাংলাদেশিরা যাতে করে এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে গিয়ে পাসপোর্ট সেবা নিতে না হয় সেইজন্য সৌদি আরবের প্রতিটি অঞ্চলেই প্রবাসী সেবা কেন্দ্রের অফিস খোলা হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসীদের কল্যাণে কাজ করে যাচ্ছেন, যার ফলে প্রবাসের মাটিতে যেনো কোন প্রবাসীকে হয়রানি হতে না হয় সেই জন্যই তিনি দূতাবাসের মাধ্যমে প্রবাসী সেবা কেন্দ্র – ইডিসি অফিস চালু করেছেন।
তারি ধারাবাহিকতায় আল মামল জেনারেল সার্ভিস কোম্পানির পরিচালনায় রিয়াদ প্রবাসী সেবা কেন্দ্র প্রবাসীদের পাসপোর্ট সেবা দিয়ে যাচ্ছে।
প্রবাসী সেবা কেন্দ্রের প্রধান উদ্যোক্তা মনিরুল ইসলাম বলেন- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসীবান্ধব একজন নেত্রী উনার স্বপ্নকে বাস্তবায়ণ করতেই রিয়াদ বাংলাদেশ দূতাবাসের অনুমোদন সাপেক্ষেই প্রবাসের প্রতিটি অঞ্চলে বসবাসকারী প্রবাসীদের সেবা দেয়ার লক্ষেই আমরা কাজ করছি। আমি নিজেও একজন প্রবাসী, ১৯৯৩ সালে আমি প্রবাসে এসেছি, দীর্ঘদিন যাবত আমি প্রবাসী ব্যবসায়ী সংগঠন এনআরবির সিনিয়র সহ-সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছি, অপরদিকে প্রবাসের বুকে একমাত্র বাংলাদেশি সাস্থ্যসেবা প্রতিষ্ঠান ঢাকা মেডিকেল সেন্টারের চেয়ারম্যান হিসাবে প্রবাসী ভাইদের জন্য কাজ করছি।
তিনি আরও বলেন আমি প্রবাসীদের কষ্ট বুঝি, তাই প্রবাসী সেবা কেন্দ্রের মাধ্যমে করোনাকালীন সময়ে প্রবাসে অসহায় কর্মহীন প্রবাসীদের বাসায় বাসায় ত্রাণ-সাহায্য দিয়েছি , প্রবাসী সেবা কেন্দ্রের মাধ্যমে একজন প্রবাসী ভাইও যেনো হয়রানি বা ক্ষতির মুখে না পড়ে সেই দিকে খেয়াল রেখেই জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়ার আপ্রাণ চেষ্টা করছি। এবং সেই লক্ষে প্রতিষ্ঠানের সকলেই কাজ করে যাচ্ছে। আর সেবার মান বাড়াতে প্রয়োজন সকলের আন্তরিক সহযোগিতা।
উল্লেখ্য মনিরুল ইসলাম ২০১৫ সাল থেকেই সিআইপি নির্বাচিত হয়ে আসছেন। দেশের উন্নয়ন, অগ্রগতির স্বার্থে প্রবাসের মাটিতে দেশীয় কমিউনিটির সাংস্কৃতিক, সামাজিক সংগঠনের সাথে কাজ করছেন।
লেখক পরিচিতি: সাংবাদিক, নাট্যকার,নাট্যভিনেতা, লেখক, মানবাধিকার কর্মী।