হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন পালন করেছে মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ। দিবসটি উপলক্ষে মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ নেতৃবৃন্দ ২৮ সেপ্টেম্বর শুক্রবার ভার্জিনিয়ার আলেকজান্দ্রীয়ায় কেক কেটে জননেত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করেন।
অনুষ্ঠানে মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ সভাপতি সাদেক খান, সিনিয়র সহ সভাপতি শিব্বীর আহমেদ, সহ সভাপতি জুয়েল বড়ুয়া, সহ সভাপতি আনোয়ার হোসাইন, সহ সভাপতি বদরুল আলম, যুগ্ম সম্পাদক হারুনুর রশীদ, সদস্য আবুল আযাদ প্রমুখ। এছাড়াও দূরালাপনে অনুষ্ঠানের সাথে সংযুক্ত হন দলের সহ সভাপতি আকতার হোসাইন, সহ সভাপতি মজিবুর রহমান খান ও সহ সভাপতি জি আই রাসেল।
জন্মদিনের অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধ ও ১৫ আগস্টে শহীদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের সকল সদস্যের আত্মার মাগফেরাত কামনা, জাতীয় চারনেতার রুহের মাগফেরাত কামনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর ছোট বোন শেখ রেহানা, প্রধানমন্ত্রীর সন্তান সজিব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।