হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: বাঙ্গালী অধ্যুষিত এলাকা জ্যাকসন হাইষ্টস ডাইরসিটি প্লাজায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ওআওয়ামী লীগ পরিবার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আগামী ২৩ সেপ্টেম্বর আসন্ন জাতিসংঘের ৭৩ তম অধিবেশনে যোগদানের শুভ আগমনকে কেন্দ্র করে এবং তাঁকে আগাম শুভেচ্ছা, অভিনন্দন ও তাঁর সকল কর্মসূচী সাফল্য মণ্ডিত করে তোলার উদ্দেশ্যে নানা রঙের পোস্টার-ব্যানার নিয়ে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং আওয়ামী পরিবারের ব্যানারে এক শোভাযাত্রা-সমাবেশ হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সদস্য জনাব আবদুস শহীদ দুদু। সভা পরিচালনা করেন কাজী কয়েছ আহমেদ। শুরুতে বঙ্গবন্ধু ও পরিবার, জাতিয় চার নেতাসহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধানিবেদন করে ১ মিনিট নিরবতা পালন করা হয়। সমাবেশে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জনাব মোহম্মদ আলী সিদ্দিকীর মাতৃবিয়োগে শোক প্রকাশ ও বিদেহী আত্মার শান্তি এবং দোয়া কামনা করা হয়।
সভায় উল্লেখ করা হয়-প্রতিবারের মতো এবারও প্রধানমন্ত্রী জননেএী শেখ হাসিনা নিউইয়র্কে ব্যস্ত সময় পার করবেন।
সমাবেশে বক্তারা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা, অভিনন্দন ও তাঁর সকল কর্মসূচী সাফল্যমণ্ডিত হোক এ কামনা করে বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ আর্থ-সামাজিক খাতে অভূতপূর্ব অগ্রগতি অর্জন করেছে। প্রাকৃতিক এবং মনুষ্যসৃষ্ট দুর্যোগ মোকাবিলা করে বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের ‘রোল মডেল’ হিসেবে পরিচিত। ২০০৫-০৬ অর্থবছরে দারিদ্র্যের হার ছিল ৪১ দশমিক ৫ শতাংশ। বর্তমানে দারিদ্র্যের হার ২২ শতাংশে নেমে এসেছে। গত বছর ৭ দশমিক ২৮ শতাংশ হারে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে। মাথাপিছু আয় ৫৪৩ ডলার থেকে ১ হাজার ৭৫২ ডলারে উন্নীত হয়। বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩২ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর নির্মাণ কাজ চলছে। জঙ্গি দমন, যুদ্ধাপরাধীদের বিচার চলছে এবং বিচারের রায় কার্যকর করা হচ্ছে। রাজধানীর উন্নয়নের পাশাপাশি বদলে যাচ্ছে গ্রামের দৃশ্যপটও। অন্ধকারাছন্ন বাংলাদেশকে তিনি আলোকিত করেছেন।
বক্তারা- বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনে আমেরিকা প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। সেদিক বিবেচনা করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কমিটিকে শক্তিশালী করা বিশেষ প্রয়োজন। সাত বছর আগে গঠিত কমিটি বতমানে পাঁচ কমিটিতে রূপ নিয়েছে। বক্তারা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিউইয়র্ক সফর নির্বিঘ্ন করার জন্য, বিএনপি-জামায়াতের সব অপতৎপরতা রুখে দেওয়ার জন্য তাঁরা সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানান। বিশ্বনেত্রী প্রধানমন্ত্রী জননেএী শেখ হাসিনা আগমন পর্যন্ত প্রতি সপ্তাহান্তে তাঁরা এমন সভা-সমাবেশ চলবে এবং প্রধানমন্ত্রী নিউইয়র্কে অবস্থান কালে জেএফকে বিমান বন্দর থেকে নেএীর সংবধনা, শান্তি সমাবেশসহ “নেএী যেখানে আমরাও সেখানে” কর্মসূচীর মাধ্যমে রাজপথে থাকার অঙ্গীকার করেন।
সভায় বক্তব্য দেন ডঃ প্রদীপ রঞ্জন কর, হাঁকিকুল ইসলাম খোকন, তোফায়েল চৌধুরী, চন্দন দত্ত, আব্দুর রহিম বাদশাহ, শাহ বখতিয়ার, সাজু আহমেদ,আবুল কাশেম, নরুউদ্দিন, মোল্লা এম,এ,মাসুদ, হেলাল মাহমুদ, আশরাফ উদ্দিন, জালাল উদ্দিন জলিল, কায়কোবাদ খান, শরীফ কামরুল হীরা, গোলাম রব্বানী, আসাফ মাশুক, ইলিয়ার রহমান, রেজাউল করিম, দুরুদ মিয়া রুনেল, নাসিফ তোরন, ওয়ালী হুসেন, উলফৎ মোল্লা, শিমুল হাসান, খন্দকার জাহিদুল ইসলাম, সেবুল আহমদ, রুমানা আক্তার, জেসমিন বোখারি প্রমুখ।
সমাবেশ উপস্থিত যারা ছিলেন রমেশ নাথ, মোমিন আহমদ, আজমল আলী, আমিনুল হক পান্না, আবুল কাসেম, তাজউদ্দিন, রাসেল আহমেদ, মিহির দেব, শাহ জিলানী, ডঃ মানিক, আতাউর রহমান তালুকদার,মজিবুর রহমান বিপ্লব, আঃ রহিম,মরন সাহা, অরুন বিশ্বাস, এনায়েত হোসেন জালাল,লুৎফা সৈয়দ, প্রানতোষ দাস,শরিফ ফরিদুজ্জামান, মোঃ আলাউদ্দিন, ফকরুল আহমেদ, নূরুল চৌধূরী, নাজমুল চৌধুরী ও নাসিম হোসেন প্রমুখ।