সৈয়দ এম হোসেন বাবু, লস এঞ্জেলেস, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগ নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছেন। ২৮ অক্টোবর বিকালে নিউ ইয়র্কের গ্র্যান্ড হায়াত হোটেলে এই সাক্ষাৎ হয়।
সাক্ষাতকার দলের নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা মোস্তাইন দারা বিল্লাহ। এ সময় আরো উপস্থিত ছিলেন ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান ও তার সহধর্মিনী পুতুল রহমান, সহসভাপতি নাজমুল চৌধুরী, সাধারণ সম্পাদক ডাক্তার রবি আলম, কানাডা আওয়ামী লীগের সভাপতি জিএম মাহতাব মিয়া, সাধারণ সম্পাদক মো. শহীদ, ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী যুবলীগের সভাপতি কামরুল হাসান, আলী আহমেদ পারিশ, এমডি ফরহাদ আলী, জহির আহমেদ, আবলীন এস আলী প্রমুখ।
সাক্ষাতকালে প্রধানমন্ত্রী সকলের সাথে কুশল বিনিময় করেন ও সকলের খোঁজ খবর নেন।
উল্লেখ্য যে ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগের সহসভাপতি নাজমুল চৌধুরী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহচর ২বারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য আবু নাসের চৌধুরীর (মরহুম) ছোট ছেলে।
লস এঞ্জেলেসের অতি পরিচিত বাংলাদেশ এসোসিয়েশনের (বালা) সাবেক সাধারণ সম্পাদক নিক চৌধুরীর ছোট ভাই এবং দেশি রেস্টুরেন্ট এবং গ্রোসারীর সত্ত্বাধিকারী। সজ্জন ও সদালাপী রাজনৈতিক পরিবারের উত্তরাধিকারী নাজমুল চৌধুরী সুযোগ পেলে পিতার পদাংক অনুসরণ করে দেশ সেবার আশা ব্যক্ত করেন।