প্রবাস মেলা ডেস্ক: ১৫ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় গণভবনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাত করেছেন ইতালি আওয়ামীলীগ ও সর্ব ইউরোপীয়ান আওয়ামীলগের নেতৃবৃন্দ। তারা চতুর্থবার সহ টানা তিনবার প্রধানমন্ত্রী হওয়ায় জননেত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এ সময় বিশিষ্ট সমাজসেবক, ব্যবসায়ী ও ইতালি আওয়ামীলীগের সভাপতি ইদ্রিস ফরাজী, সহ সভাপতি জাহাঙ্গীর ফরাজী, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সর্ব ইউরোপীয়ান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জি এম কিবরিয়া, মহিলা বিষয়ক সম্পাদিকা হোসনে আরা, রোম আওয়ামীলেীগের সাধারণ সম্পাদক মো: খলিল বন্দুকছি, মহিলা আওয়ামীলীগ ইতালির নেত্রী শাহনাজ আক্তার সহ অনেকে উপস্থিত ছিলেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে দেশে এসে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসী নেতৃবৃন্দদের ধন্যবাদ জানান। একইভাবে আগামী উপজেলা নির্বাচনেও দলীয় প্রার্থীর পক্ষে কাজ করে বিজয় ছিনিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।