নাজমুল ইসলাম মকবুল: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ৪ মার্চ সন্ধ্যা ৬.৩০ থেকে ৭টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে ব্রিটেনের টাওয়ার হ্যামলেটস এর নির্বাচিত স্পীকার ও সিভিক মেয়র সিলেটের কৃতিসন্তান কাউন্সিলর এম আয়াছ মিয়া এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
সাক্ষাতকালে প্রবাসীদের ভোটাধিকার প্রদান, দেশে সফরে আসলে প্রবাসীদের যাতে হয়রানী না করা হয় এবং প্রবাসীদের জায়গা সম্পত্তির ও জানমালের আরো নিরাপত্তায় কার্যকর ব্যবস্থা নিতে জোর দাবি জানান তিনি। প্রধানমন্ত্রী এসব দাবি ধৈর্য সহকারে শুনেন ও তা দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন।
প্রধানমন্ত্রী তার সরকারের পক্ষ থেকে প্রবাসীদের জন্য যেসব পদক্ষেপ নিচ্ছেন তা তুলে ধরেন এবং বলেন, প্রবাসীরা সবসময়ই বিদেশের মাটিতে দেশের মুখ উজ্জ্বল করছেন। প্রবাসীদের জন্য সবসময়ই তার সরকার আন্তরিক বলেও প্রধানমন্ত্রী জানান।