প্রবাস মেলা ডেস্ক: স্বাধীন বাংলাদেশের বিশাল অর্জন পদ্মা সেতু। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আজ (২৫ জুন) উদ্বোধন হয়েছে স্বপ্নের পদ্মা সেতুর। আনন্দে উত্তাল গোটা দেশ। পদ্মার প্রবল স্রোত উপেক্ষা করে আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে স্বপ্নের পদ্মা সেতু। এখন নদীর উভয় তীরে দাঁড়ালেই দেখা যাচ্ছে বহুল কাঙ্ক্ষিত এই স্বপ্নের সেতু। দেশের এ অর্জনে সন্তোষ প্রকাশ করেছেন অভিনয়শিল্পীরা। তারকারা নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে জানাচ্ছেন তাদের উচ্ছ্বাসের কথা।
অভিনেত্রী অঞ্জনা উচ্ছ্বাস প্রকাশ করে লেখেন, ১৭ কোটি বাংলা ভাষাভাষী জনগণের আশা-আকাঙ্ক্ষার স্বপ্ন বাস্তবায়িত হলো আজ। আর বিশ্বব্যাংকের অনুগ্রহ ছাড়া নিজের দেশের অর্থায়নে পদ্মা সেতু তৈরি করায় প্রধানমন্ত্রীকে স্যালুট জানান অঞ্জনা।
নিজের সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী শাবনূর লেখেন, ‘স্বপ্নের পদ্মা সেতু। এটি বাংলাদেশের দীর্ঘতম সেতু এবং স্থাপত্যশিল্পের এক শ্রেষ্ঠ স্থাপনা এবং ঐতিহাসিক নিদর্শন। আমাদের গর্বের এই সেতু উদ্বোধন হওয়ায় আমিও আজ সবার সঙ্গে মহাসুখে উচ্ছ্বসিত, উদ্বেলিত ও আনন্দিত।’
এদিকে অভিনেত্রী মেহের আফরোজ শাওন তার অনুভূতি ব্যক্ত করে বলেন, ‘আমি মুক্তিযুদ্ধ দেখিনি; কিন্তু পদ্মা সেতুর উদ্বোধন দেখেছি। আমার প্রজন্ম পদ্মা সেতুর উদ্বোধন স্বচক্ষে দেখতে পাচ্ছে। যারা সরাসরি কিংবা টেলিভিশন থেকে আবার যারা বিশ্বের যেকোনো প্রান্ত থেকে এই উদ্বোধন দেখতে পাচ্ছেন, আমাদের সবার জন্য এটি একটি অসাধারণ অনুভূতি।’
তিনি আরও বলেন, ‘জাতিগতভাবে আমরা হার না মানা জাতি, আমরা আমাদের অধিকার আদায় করতে পারি, কেউ চাইলে আমাদের অধিকার খর্ব করতে পারবে না, মাননীয় প্রধানমন্ত্রীর বদৌলতে আমরা এটা আবারও প্রমাণ করতে পেরেছি। সত্যি অসাধারণ মুহূর্ত আমাদের জন্য।’
চিত্রনায়িকা নিপুণও তার অভিব্যক্তি জানিয়েছেন। তিনি বলেন, ‘পদ্মা সেতু আমাদের আত্মমর্যাদা, আমাদের অহংকার। শত বাধা, ষড়যন্ত্র অতিক্রম করে পদ্মা সেতু আজ দৃশ্যমান। এটি শুধু প্রধানমন্ত্রীর জন্যই সম্ভব হয়েছে। ধন্যবাদ প্রধানমন্ত্রী আপনাকে।’